অজানাকে খুজতে মরিয়া হয়ে উঠেছেন সিরাজগঞ্জের তরুণ ইউটিউবার মোঃ তানভীর ইসলাম।

কখনো গ্রামীন হাট বাজারের প্রান্তিক চিত্র, কখনো ইতিহাস ঐতিহ্য দিয়ে মোড়ানো পুরাতন আমলের রাজবাড়ীর ভয়াবহতা, আবার কখনোবা ভিন্ন ভাষার ভিন্ন সংস্কৃতির মানুষদের জীবন ব্যবস্থা, আবার কখনো কখনো বিখ্যাত ও সুস্বাদু খাবার এর ভিডিও সোস্যাল মিডিয়াতে তুলে ধরতে দেখা যাচ্ছে বর্তমান বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বিখ্যাত কৃষি বিষয়ক ইউটিউবার ও মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত মোঃ রফিকুল ইসলাম মানিক (৫৭) (চিত্রপুরী) এর বড় ছেলে মোঃ তানভীর ইসলামকে (২৫)।

 

বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রাচীন আমলের হাজার বছরের পুরোনো ইতিহাস-ঐতিহ্য, ছড়িয়ে আছে ভিন্ন সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও প্রাচীন আমলের শত বছরের পুরাতন রাজবাড়ী । যেগুলোর কিছু জায়গা সম্পর্কে মানুষ জানলেও অধিকাংশই মানুষের কাছে অজানাই থেকে যায়। কারণ সকল জায়গার ইতিহাস বই বা পাঠ্যপুস্তকে পাওয়া সম্ভব নয়।

 

আর এইরকম অজানা বিষয়বস্তুকে পর্যাপ্ত ইতিহাসের সঙ্গে খুজে বের করে সেটাকে ভিডিও আকারে প্রকাশ করে যাচ্ছেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার তরুন ইউটিউবার মোঃ তানভীর ইসলাম। সরকারি বাঙলা কলেজ এ ম্যানেজমেন্ট বিষয়ে অনার্স শেষ করলেও ইতিহাস এর প্রতি তার যেন এক অন্যরকম ভালো লাগা কাজ করে। এজন্য তিনি নিজের পড়ালেখার পাশাপাশি ইতিহাসের বইও পড়তেন, তবে শুধু ইতিহাসের বই পড়েই নিজের মনকে শান্ত রাখতে পারেননি।

 

ছুটে বেড়িয়েছেন বিভিন্ন প্রাচীন নিদর্শন গুলো নিজের চোখে দেখতে। আমাদের দেশ যেহেতু প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য দিয়ে সমৃদ্ধ। তাই অনেকেই সেসব জায়গা গুলোতে ঘুরতে যায়, ছবি তুলে চলে আসে। কিন্তু সেখানকার আসল ইতিহাসটা অনেকের কাছে অজানাই রয়ে যায়, রয়ে যায় লোকচক্ষুর অন্তরালে। যেহেতু এসব জিনিস তার অত্যন্ত আগ্রহের বিষয়বস্তু, তাই সেসব জায়গাগুলোর ইতিহাস-ঐতিহ্য, তুলে ধরেন উনার অজানা নিদর্শন ইউটিউব চ্যানেল এ।

 

এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ এসব জায়গার ইতিহাস ও ঐতিহ্যের বিষয়ে সহজেই যেমন বুঝতে পারছে, ঠিক তেমনিভাবে হাজারো অজানাকে জানার এবং নিজের চোখে দেখার সুযোগ পাচ্ছে। মোঃ তানভীর ইসলাম এর ভ্রমন করার জায়গা গুলোর মধ্যে, সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুলে অবস্থিত, প্রায় পাঁচশত বছরের পুরাতন নবরত্ন মন্দির, পাবনা জেলার সুজানগর উপজেলার দুলাই গ্রামে অবস্থিত আজিম চৌধুরীর বিখ্যাত জমিদার বাড়ি ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁতে অবস্থিত পানাম নগরী অন্যতম।

 

এসব জায়গাগুলোর বিস্তারিত ইতিহাস তার ভিডিওতে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। সাম্প্রতি তিনি ঘুরে এসেছেন বগুড়ার প্রায় ৪০০ বছরের প্রাচীন ও বিখ্যাত ঐতিহাসিক পোড়াদহ মেলা, মাছের মেলা বা জামাই মেলা থেকে। সেখানকার ইতিহাসকেও সুন্দর ও সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন মোঃ তানভীর ইসলাম। নিজের ভিডিওর কাজের পাশাপাশি বাবার কাজেও মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছেন মোঃ তানভীর ইসলাম।

 

উনার বাবা মোঃ রফিকুল ইসলাম মানিক কৃষি বিষয়ক প্রতিবেদন তুলে ধরার পাশাপাশি নিজ বাসভবনের সামনে গ্রামের অসহায় ও হতদরিদ্র মানুষের জন্যে প্রতি শুক্রবার জুম্মার নামাজের পর, আনুমানিক প্রায় ১৬০০ থেকে ২০০০ জন মানুষের জন্য অনেক দামী দামী খাবার পরিবেশন করেন। এমন মানবিক কাজে ভোর থেকেই অক্লান্ত পরিশ্রম করতে দেখা যায় মোঃ তানভীর ইসলামকে তার অজানার নিদর্শন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

 

এমন মানবিক কাজ সম্পর্কে তিনি জানিয়েছেন, আমার বাবা দেশের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে যেভাবে দাঁড়াচ্ছেন সেভাবে যদি প্রতিটা মানুষ যার যার অবস্থান থেকে অন্তত একজন মানুষের পাশেও দাঁড়ায়, তাহলে হয়তো আমাদের বাংলাদেশকে পুরোপুরিভাবে দারিদ্র্যমুক্ত করা সম্ভব। এজন্য আমি নিজের কাজের পাশাপাশি বাবার কাজটাকেও ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।