অমর একুশে ফেব্রুয়ারি ২০২১ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শরীয়তপুর জেলার গোসাইরহাট অন্তর্গত কোদালপুর ইউনিয়নে অবস্থিত আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান দারুলহুদা মডেল মাদরাসা কোদালপুর ক্যাম্পাস কর্তৃক এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৷
ইংরেজী শিক্ষক মেহেদী হাসানের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুলহুদা মডেল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব হাফেজ মাওলানা দীদার মাহাদী ৷ এছাড়াও মাওলানা নাসির, মাওলানা জাকির, হাফেজ রিয়াজ মাহমুদ, সরকার নেওয়াজ শরিফসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন ৷
ভাইস প্রিন্সিপাল তার বক্তব্যে বলেন, ভাষা মহান রব্বুল আলামীনের মহান সৃষ্টি ৷ পৃথিবীতে যত ভাষা আছে সকল ভাষার স্রোষ্টা হচ্ছেন মহান রব্বুল আলামীন ৷ তিনি মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন ৷ মনের ভাব প্রকাশের মাধ্যম ভাষা সৃষ্টি করেছেন ৷ কোন ভাষার প্রতি কারো বিদ্বেষ থাকা কাম্য নয় ৷ সেটা যেভাবেই হোক না কেন ৷ তবে আরবি ভাষায় যেহেতু আমাদের ধর্মীয় গ্রন্থ কুরআন নাযিল হয়েছে সেজন্য আরবি ভাষার প্রতি আমাদের মোহাব্বত-ভালোবাসা থাকা প্রয়োজন ৷ তবে মাতৃভাষা চর্চা এবং এর প্রতি ভালোবাসা হৃদয়ের মনিকোঠায় রয়েছে থাকবে ৷ আজ আমরা যে বাংলা ভাষায় কথা বলছি এই ভাষার দাবি আদায়ে এই ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলার ছাত্র সমাজ যুব সমাজ তাদের রক্ত ঢাকার রাজপথে ঢেলে দিয়েছে ৷ তাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা ভাষা পেয়েছি তৎপরবর্তীতে স্বাধীন একটি ভূখণ্ড পেয়েছি ৷ অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে আমরা অনেকেই বাংলা ভাষাটা শুদ্ধরূপে বলতে পারিনা ৷ অনেকে আবার এমন আছি যারা বাংলার সাথে অন্য ভাষার সংমিশ্রণে ঘটিয়ে একটা জগাখিচুড়ি টাইপ কথা বলার চেষ্টা করি ৷ সবার ঊর্ধ্বে আমাদের মাতৃভাষা বাংলাকে স্থান দেয়া উচিত ৷ অফিস-আদালত সকল জায়গায় বাংলা ভাষাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়া প্রয়োজন বলে মনে করি ৷
তিনি তার বক্তব্যে কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকে তোমরা শিশু কিন্তু আগামী দিনের জাতির রাহবার হবে তোমরা ৷ তোমাদের শপথ নিতে হবে বাংলা ভাষার মান মর্যাদা অক্ষুন্ন রাখতে ৷ বাংলা ভাষাকে শুদ্ধরূপে চর্চা করে এই ভাষার মান মর্যাদা ঊর্ধ্বে তুলে ধরতে হবে ৷ আজ একুশে ফেব্রুয়ারি তোমাদের শপথ হোক এটাই শুদ্ধরূপে কথা বলা ৷ শুদ্ধ বাংলায় কথা বলা ৷
অনুষ্ঠানে অন্যান্য শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন ৷ পরিশেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় ৷ দোয়া পরিচালনা করেন দারুল হুদা মডেল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব হাফেজ মাওলানা দীদার মাহদী ৷ প্রেস বিজ্ঞপ্তি
- Advertisement -