আমীর হামজার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলা পরিকল্পনার কথিত অভিযোগের মামলায় নন্দিত মুফাসসির মুফতি আমির হামজার ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
আজ তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলার পরিকল্পনায় শেরেবাংলা নগর থানায় করা মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক।
বেলা ৩টার দিকে ঢাকা মহানগর হাকিমের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
- Advertisement -