আস্তাগফিরুল্লাহ বাংলা উচ্চারণসহ
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ ৷ সুপ্রিয় পাঠক! কেমন আছেন? আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলব ৷ আস্তাগফিরুল্লাহ ৷ আজকে আস্তাগফিরুল্লাহ বাংলা উচ্চারণসহ সম্পর্কে বিস্তারিত আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ৷ ইনশাআল্লাহ ৷ আপনারা আমাদের সাথেই থাকুন এবং আর্টিকেলটি শেষপর্যন্ত পড়ুন ৷ আশা করছি নতুন নতুন কিছু বিষয় আপনাদের সামনে স্পষ্ট হবে ইনশাআল্লাহ ৷
আস্তাগফিরুল্লাহ সম্পর্কে জানার আগ্রহ অনেকের ৷ অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন আস্তাগফিরুল্লাহ অর্থ কি? আস্তাগফিরুল্লাহ আরবি না বাংলা? আস্তাগফিরুল্লাহ কখন বলা হয়? আস্তাগফিরুল্লাহ কেন পাঠ করা হয়? আস্তাগফিরুল্লাহ এর ফজিলত কি?
বক্ষমান আর্টিকেলে বিস্তারিত আলোকপাত করবো ইনশাআল্লাহ ৷
সূচিপত্র
আস্তাগফিরুল্লাহ অর্থ কি?
আস্তাগফিরুল্লাহ সচরাচর ব্যবহৃত একটি বাক্য ৷ অনেকেই না জেনে এ বাক্যটি ব্যবহার করে থাকেন ৷ আপনি যদি এতদিন না জেনেই আস্তাগফিরুল্লাহ শব্দটি ব্যবহার করে থাকেন ৷ তবে আজ জেনে নিন আস্তাগফিরুল্লাহ কি ?
আস্তাগফিরুল্লাহ শব্দটি আরবি ৷ এটা দুটি শব্দ মিলে একটি বাক্য ৷ ছোট্ট একটি বাক্য ৷ যে বাক্যটির অর্থ অনেক গভীর ৷ আমরা আরবি অনেক বাক্য উচ্চারণ করি ৷ কিন্তু অর্থ না জানার কারণে তার ভাব গাম্ভীর্য বজায় থাকে না ৷
তাই আমাদের আরবি ছোট ছোট বাক্যগুলোর অর্থ জেনে আমল করা উচিত ৷ নামাজে আমাদের মন না বসার অন্যতম একটি কারণ অর্থ না বোঝা ৷ নামাজে আমরা যে ছোট ছোট সূরা গুলো পাঠ করি ৷ ছোট ছোট যে দোয়াগুলো পড়ি তার অর্থ জানিনা ৷ তাই নামাজে মন বসে না ৷
সুতরাং আমাদের অর্থ জেনে দোয়া করা এবং অর্থ জেনে আমল করা উচিত ৷
আস্তাগফিরুল্লাহ এর অর্থ হচ্ছে, ‘আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি’ ৷
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ৷ চমৎকার অর্থ ৷ আমরা মানুষ ৷ মানুষ মাত্রই ভুল ৷ মানুষ ভুলের উর্ধে নয় ৷ কম আর বেশি সবাই ভুল করে ৷ মানুষ ভুল করার পর তার ওপর অবিচল থাকে না ৷ সে আল্লাহর কাছে ক্ষমা চায় মাফ চায় ৷ যে কাজটি আল্লাহ পছন্দ করেন না এমন কোন ভুল হয়ে গেলে ৷ এমন কোন কাজ করে ফেললে তাৎক্ষণিক আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্যই মূলত আস্তাগফিরুল্লাহ বাক্যটি পাঠ করা হয় ৷
আরও পড়ুনঃ দোয়ায় কুনুত
আস্তাগফিরুল্লাহ এর ফজিলত
আমরা অনেকেই আস্তাগফিরুল্লাহ বাক্যটিকে ব্যবহার করে থাকি ৷ কিন্তু এর ফজিলত জানিনা ৷ যে কোন আমলের ফজিলত জানা থাকলে তা আমল করার আগ্রহ বেড়ে যায় ৷
সুতরাং আস্তাগফিরুল্লাহ এর ফজিলত আমাদের জানা দরকার ৷ আস্তাগফিরুল্লাহ বাক্যটি ছোট হলেও এর গুনাগুন অনেক বেশি ৷ আপনি জীবন চলার পথে অনেক ভুল করে থাকেন ৷ কিছু কিছু ভুল আপনি মনের অজান্তেই করেন ৷ সব ভুল ইচ্ছাকৃত হয় তেমনটা নয় ৷ কিছু কিছু ভুল হয়ে যায় হাস্যরসের উপরে ৷
কিন্তু আপনার জানা থাকার কথা ভুল ভুলই ৷ এর ক্ষমা না হওয়া পর্যন্ত আপনাকে আগুনে জ্বলতে হবে ৷ জাহান্নামের ভয়াবহ শাস্তি ভোগ করতে হবে ৷ কিন্তু আপনি যদি আস্তাগফিরুল্লাহ বাক্যটি সাথে সাথে ব্যবহার করেন ৷ আল্লাহ ক্ষমা করেও দিতে পারেন ৷
কারো সাথে কথা বলতে গিয়ে তাকে কষ্ট দিয়ে ফেললে মনের অজান্তেই অথবা ভুলক্রমে ৷ কোন গুনাহের কাজ করে ফেললে ৷ তাৎক্ষণিক আপনি আস্তাগফিরুল্লাহ বাক্যটি বলুন ৷ এমন হতে পারে আপনি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ বলে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন ৷
যদ্দরুন আপনি জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে নাজাত পাবেন ৷ একারণেই আস্তাগফিরুল্লাহ বাক্যটি আপনার জীবনের অনুষঙ্গ বানানো দরকার ৷ নিয়মিত পাঠ অভ্যাস গড়ে তোলা দরকার ৷
আস্তাগফিরুল্লাহ প্রতিমুহূর্তে প্রতিনিয়ত পাঠ করা দরকার ৷ দৈনিক কমপক্ষে একশতবার আস্তাগফিরুল্লাহ এর ফজিলত অনেক বেশি ৷
আস্তাগফিরুল্লাহ দোয়া আরবি বাংলা-Astagfirullah dua bangla
পাপের দরুন ৷ গুনাহের দরুন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য ইস্তেগফর পড়তে হয় ৷ আস্তাগফিরুল্লাহ পড়তে হয় ৷
১. আস্তাগফিরুল্লাহ আরবী বাংলা ৷
উচ্চারণঃ আস্তাগফিরুল্লাহ ৷
অর্থঃ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি ৷
আস্তাগফিরুল্লাহ কখন পড়তে হয়?
প্রতি ওয়াক্ত নামাজের সালাম ফিরানোর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি তিনবার পাঠ করতেন ৷ (মিশকাত শরীফ)
আস্তাগফিরুল্লাহ আরবি-বাংলাউচ্চারণঃ
আস্তাগফিরুল্লাহা ওয়াতুবু ইলাইহি ৷
অর্থঃ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকে প্রত্যাবর্তন করছি ৷
আমলঃ এই ইস্তেগফারটি কমপক্ষে 70 থেকে 100 বার পাঠ করা উচিত ৷ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কমপক্ষে 70 থেকে 100 পর্যন্ত পাঠ করতেন ৷ (বুখারী শরিফ)
আস্তাগফিরুল্লাহ আরবী বাংলা
উচ্চারণঃ রব্বিগফিরলি ওয়াতুবু ইলাইহি ইন্নাকা আন্তাত তাওয়াবুর রাহিম ৷
অর্থঃ হে আমার প্রভু! আমাকে ক্ষমা করুন ৷ আমার তওবা কবুল করুন ৷ নিশ্চয় আপনি তওবা কবুলকারী রহমশীল ৷
আমলঃ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে এক বৈঠকেই এই দোয়াটি 100 বার পাঠ করেছেন ৷ (আবু দাউদ)
আস্তাগফিরুল্লাহ বাংলা আরবিঃ
উচ্চারণঃ আল্লা-হুম্মা আনতা রব্বী লা ইলা-হা ইল্লা আনতা খালাক্বতানী, ওয়া আনা ‘আবদুকা ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাসতাত্বা‘তু, আ‘ঊযুবিকা মিন শার্রি মা ছানা‘তু। আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়া ওয়া আবূউ বিযাম্বী ফাগফিরলী ফাইন্নাহূ লা ইয়াগফিরুয্ যুনূবা ইল্লা আনতা।
অর্থঃ ‘হে আল্লাহ! তুমি আমার পালনকর্তা। তুমি ব্যতীত কোন উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার দাস। আমি আমার সাধ্যমত তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হ’তে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গোনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা কর। কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই’।
আমলঃ সাইয়্যেদুল ইস্তেগফারের আমল সম্পর্কে জানতে এই আর্টিকেলটি পড়ুন ৷
সাইয়্যেদুল ইস্তেগফার
শেষ কথাঃ
প্রিয় পাঠক! আশা করি আস্তাগফিরুল্লাহ অর্থ, আমল বিস্তারিত বুঝতে পেরেছেন ৷ ইসলাম ও জীবন ঘনিষ্ঠ বিষয়ে জানার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের শীর্ষবার্তা ডটকম সাইটটি ৷ ভাল থাকুন ৷ সুস্থ থাকুন ৷ এ প্রত্যাশা করে আজকের মত বিদায় নিচ্ছি ৷ আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ ৷
আর্টিকেলটি লিখেছেনঃ
ভাইস প্রিন্সিপ্যাল, দারুলহুদা মডেল মাদরাসা, কোদালপুর, গোসাইরহাট, শরীয়তপুর ৷