নিজ মেয়েকে ধর্ষণ, পিতার বিচারের দাবিতে মানববন্ধন
গোলাম মাবুদ, বরিশালঃ
নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠছে এক পিতার বিরুদ্ধে। আর সেই ধর্ষক পিতারের বিচারের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী। তারা আজ বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন কর্মসুচি পালন করে।
.
মানববন্ধনে নির্যাতনের শিকার ওই কিশোরী বোরখা পরিহিত অবস্থায় এবং তার মাসহ নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন নির্যাতিত কিশোরীর মা মাসুমা বেগম, মামা আ. করিম, স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম এবং জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।
.
বক্তারা নিজের ঔরসজাত কিশোরী কন্যা (১৪) ধর্ষনকারী আ. ছালামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নগরীর পলাশপুরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আ. সালাম তার কিশোরী মেয়ে হাটখোলা সড়কের সোমের্তবান মহিলা মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রীকে (১৪) ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। বিষয়টি কিশোরীর মায়ের নজরে এলে আ. ছালামকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে গত ২৯ জুলাই নগরীর কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেন তার মা মাসুমা বেগম।
মামলা দায়েরের কথা শুনে অভিযুক্ত পিতা কাউনিয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করে।
- Advertisement -