বাংলা ছড়া – মারুফ আহমেদ
মারুফ আহমেদ এর চারটি বাংলা ছাড়া
১. বাংলা ছড়া মুখোশ
মোঃমারুফ আহমেদ
মুখোশ আবার পড়তে হবে
সকাল হলো বলে
কত নাটক করতে হবে
মুখোশ ছাড়া চলে??
আমি মানুষ মুখোশ আমার
হয়ে গেছে সঙ্গী
রাস্তায় নামলে দেখতে হবে
কত রকম ভঙ্গি।
তালের সাথে তাল মিলাতে
মুখোশ পড়ে নিলাম
দুঃখ, কষ্ট শোকগুলো সব
আড়াল করে গেলাম।
গভীর রাতে মুখোশ খুলে
কান্না হবে আবার
জানিনা এই মুখোশ খেলা
কবে হবে থামার??
২. বাাংলা ছড়া – স্বপ্নে বাড়ি বানাই
মোঃমারুফ আহমেদ
তুমি আমি মিলে চলো
অনেক দুড়ে পালাই
তোমার আমার স্বপ্ন চলো
বাস্তবে দেই ঢালাই।
তোমার আমার মাঝে কোনো
পড়বেনা আর দেয়াল
তোমার স্বপ্নে আমায় নিয়ে
পড়বে শুধু খেয়াল।
তোমার আমার সাজানো সেই
স্বপ্নে বাড়ি বানাই
স্বপ্নের সেই বাড়ি চলো
রঙিন করে সাজাই।
সেই বাড়িতে জোসনা তারা
দেখবো বসে দুজন
কথা হবে তোমার আমার
মনে রেখে দু মন।
৩.রহিম মিয়া
মোঃমারুফ আহমেদ
গ্রামের ছেলে রহিম মিয়া
গেঞ্জি, লুঙ্গি পরে
পুকুর পাড়ে গিয়ে রহিম
জালে যে মাছ ধরে।
দেখতে রহিম শ্যামলা রঙের
একটু খাটো বটে
বিকেল বেলায় রহিম মিয়া
উঠোন দিয়ে হাটে।
রহিম মিয়া সহজ সরল
জীবন যাপন করে
সুখে দুখে কাটিয়ে দেয়
ভাঙা টিনের ঘরে।
গ্রামের ছেলে রহিম মিয়া
খুবই চরিত্রবান
সকল প্রকার মন্দ থেকে
নিজকে তিনি বাচাঁন।
৪.জন্মদিনের উপহার
মোঃমারুফ আহমেদ
আজকে তোমার জন্মদিনে
দিচ্ছি ভালোবাসা
তুমি হলে দেশ জনতার
নতুন প্রানের আশা।
অনেক অনেক হওযে বড়
প্রান ভরে দেই দোয়া
দিচ্ছি তোমায় জন্মদিনের
উপহারের ছোয়া।
- Advertisement -