( বিস্তারিত ) মেহদী নামের ইসলামিক ও আরবি অর্থ কী?
মেহেদী একটি জনপ্রিয় ইসলামিক নাম, আজকে আমরা মেহেদী নামের সমস্ত খুটিনাটি বিষয় জানব।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নামের অর্থ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ইদানীং অনেকেই আমার কাছে নামের অর্থ জানার জন্য জিঙ্গেস করে থাকেন, গুগলের তথ্য মতে মাসে প্রায় ৫ হাজারেও বেশী বার মানুষ বিভিন্ন নামের অর্থ খুঁজে সার্চ করে।
আমরা নামের অর্থ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করবো, আজকে আমরা জানবো, মেহেদী নামের অর্থ কি? মেহেদী নামের ইসলামিক আরবি এবং বাংলা অর্থ। মেহেদী হাসান নামের অর্থ সহ মেহেদী নাম রিলেটেড সবকিছুই আলোচনায় আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
নাম কি?
মায়ের পেট থেকে সন্তান পৃথিবীতে জন্ম নেবার পর তাকে সম্বোধন করে ডাকার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয়, তাই ইসম বা নাম। বিষয়টি যদি আমি অন্যভাবে বলি তাহলে নাম বলতে বোঝায়, কোনো মানুষকে অপরাপর মানুষ থেকে পার্থক্য করার জন্য যে বিশেষ শব্দের মাধ্যমে ডাকা হয়, তাই নাম।
সুন্দর নাম রাখার ব্যাপারে হাদিসঃ
সন্তান জন্ম হবার পর তার একটি সুন্দর ইসলামীক অর্থপূর্ণ নাম রাখা পিতামাতার কর্তব্য। এই কর্তব্যে কোন অভিভাবক যদি অবহেলা করেন তবে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে।
রাসুলুল্লাহ সাঃ বলেছেন,
কিয়ামতের দিন তোমাদের নিজ নাম ও পিতার নামে ডাকা হবে। সুতরাং তোমরা সুন্দর নাম রাখো। (আবু দাউদ)
মেহেদী নামের অর্থ কী?
অর্থঃ উদার , আনন্দদায়ক, সৃ, উপযুক্ত, গুরুতর, বন্ধুত্বপূর্ণ, মনোযোগী, স্বাভাবিক, ভাগ্যবান, আধুনিক, সক্রিয়।
মেহেদী নামের ইসলামিক অর্থ কি?
মেহেদী নামটা খু্বই সুন্দর একটি নাম, এই নামটি মুলতঃ ছেলে সন্তানের জন্য রাখা হয়। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে অনেক ছেলের নাম মেহেদী হাসান।মেহেদী নামের ইসলামিক অর্থ উদারতা, সুন্দর, উপযুক্ত, গুরুত্বপূর্ণ।
মেহেদী কি ইসলামিক নাম?
হ্যা, মেহেদী ইসলামিক আরবি নাম
মেহেদী নামের বিখ্যাত ব্যাক্তিঃ
মেহেদী নামের বিখ্যাত ব্যাক্তির নাম আলোচনায় আসলে সর্বপ্রথম যার নামটি আসে তিনি হলেন ইমাম মেহেদী আঃ
এরপর যদি মেহেদী নামের বিখ্যাত কাওকে খুঁজি তবে পাকিস্থানের বিখ্যাত গজল সম্রাটা মেহেদী হাসান খান কে ধরতে পারি।
আর মেহেদী নামের বাংলাদেশী বিখ্যাত ব্যাক্তির কথা বললে ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ কে বাদ দেবার উপায় নেই।
পড়ুন – ইস্তেখারা নামাজের নিয়ম নিয়ত
- Advertisement -