শরীয়তপুরে জেলা আওয়ামী লীগের আয়োজনে ৭ই মার্চের ভাষন দিবস পালিত

30
শরীয়তপুরে জেলা আওয়ামী লীগের আয়োজনে ৭ই মার্চের ভাষন দিবস পালিত

মুহাম্মদ আবু সুফিয়ান আল মাহমুদ, শরীয়তপুর থেকে

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তারা বলেছেন, জাতির পিতা মুক্তিযুদ্ধ অনিবার্য জেনেই ৭ই মার্চের ভাষণে আমাদের করণীয় সকল বিষয়ে দিক নির্দেশনা দিয়ে গিয়েছিলেন।
রোববার (৭ মার্চ) জাতীয় ভাষণ দিবসের আলোচনা সভায় বক্তারা এ মন্তব্য করেন। বক্তারা বলেন, এই ভাষণে তিনটি স্তর পাওয়া যায়। এখানে একটি ঐতিহাসিক পটভূমি আছে। বাঙালির বঞ্চনার ইতিহাস। অত্যাচার-নির্যাতনের ইতিহাস। তখনকার বর্তমান অবস্থান, কিভাবে পাকিস্তান সামরিক জান্তা গুলি করে মানুষ হত্যা করছে। কিভাবে মানুষ যাদের ভোট দিয়েছে, তারা মানুষকে অধিকার থেকে বঞ্চিত করছে। সেই বঞ্চনার ইতিহাস, নির্যাতনের ইতিহাস বঙ্গবন্ধু বর্ণনা করেছেন।
বিকেল ৫টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের চেয়রম্যান ও জেলা আওয়মী লীগের সভাপতি ছাবিদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুর রব মুন্সী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা হজরত আলী, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এমএম জাহাঙ্গীর, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু সহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

- Advertisement -