সত্য | মারুফ আহমেদ | শীর্ষবার্তা ডটকম

সত্য
মারুফ আহমেদ

সত্য পথে চলবো সবাই
সত্যকে জয় করব,
সত্য দিয়ে জীবনটাকে
সুন্দর করে গড়ব।

সত্য পথে চললে পরে
আল্লাহ খুশী হবে
সত্যপন্থী সকল মানুষ
চির সুখে রবে।

মিথ্যে পথে আজাব গজব
সত্য বলবো ভাই,
সত্য ছাড়া এই জীবনে
আর যে উপায় নাই।

1 thought on “সত্য | মারুফ আহমেদ | শীর্ষবার্তা ডটকম”

Leave a Comment