Home সংগঠন সিরাজগঞ্জে নদী ভাঙ্গা অসহায় মানুষদের পাশে “পরম্পরা সংঘ” .

সিরাজগঞ্জে নদী ভাঙ্গা অসহায় মানুষদের পাশে “পরম্পরা সংঘ” .


সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
.
সিরাজগঞ্জের অসহায় নদী ভাঙ্গা মানুষের পাশে দারিয়েছে পরম্পরা সংঘ নামের স্থানীয় এক সেচ্ছাসেবী সংগঠন। সেচ্ছাসেবী এই সংগঠনের উদ্দ্যোগে আজ দুঃস্ত অসহায় নদী ভাঙ্গা ১২০ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলার পাচঠাকুরী শাহজাহান মোড়ে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে এই ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
.
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলরন, সংঘের সভাপতি ডাক্তার সোহান তালুকদার, ইউপি সদস্য মোঃ তারিকুল ইসলাম, ইউপি সদস্য জহুরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আঃ ছামাদ প্রমুখ।
উলেখ্য গত ২৪ জুলাই সিরাজগঞ্জ সদর উপজেলার পাচঠাকুরী গ্রামে যমুনার তিব্র ভাঙ্গন দেখা দেয়। এতে মুহুর্তেই বিলিন হয়ে যায় শতাধিক বাড়িঘর। তখন থেকেই পরম্পরা সংঘ সেচ্ছাসেবী হিসেবে অসহায় মানুষদের পাশে কাজ করে যাচ্ছে।

Visited 1 times, 1 visit(s) today