পরম্পরা সংঘের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জঃ

 

নানা আয়োজনে পালিত হলো পরম্পরা সংঘের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ ২৬ মে সিরাজগঞ্জ সদর উপজেলার পাচঁঠাকুরী শাহজাহান মোড়ে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রথম প্রতিষ্ঠাবর্ষিকী পালিত হয়। অনুষ্ঠানে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সংঘের অন্যতম উপদেষ্টা ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য তারিফুল ইসলাম তারেক, সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আইসিটি অ্যাসিস্ট্যান্ট সংঘের উপদেষ্টা আব্দুল মোমিন, বগুড়া টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক জনাব হারুন তালুকদার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ শাহজাদপুর ব্রাঞ্চের ক্যাশ-ইন-চার্জ জনাব জায়িদ সিদ্দিকী, মটিয়ারপুর মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষক মওলানা আব্দুল মমিন,সেবা ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, আলহাজ্ব আবু তাহের, আয়নাল হক সহ আরো অনেকে।

পরম্পরা সংঘ
.
“প্রত্যেকে মোরা পরের তরে ” এই স্লোগান কে সামনে রেখে গত বছর ২৬/০৫/২০২১ ইং তারিখে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাচঁঠাকুরী গ্রামের কিছু সমমনা তরুনদের উদ্যোগে প্রতিষ্ঠালাভ করে পরম্পরা সংঘ নামের সেচ্ছাসেবী এই সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমুখী কাজ করে সকলের প্রশংসা কুরাচ্ছে সংগঠনটি।

.
আব্দুল জাব্বার মিশুকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব রাখেন, ইউপি সদস্য তারিকুল ইসলাম তিনি বলেন, আলোচনা সমালোচনা আসবেই তাই বলে থেমে গেলে চলবে না, সকল দুঃখ কষ্ট ভুলে আরো বেশী করে মানুষের পাশে দ্বারাতে হবে।
জনাব হারুন তালুকদার তার বক্তব্যে বলেন, সামাজিক অবক্ষয় রোধে এরকম সংগঠনের পাশে থাকা সকলের কর্তব্য।
অনুষ্ঠান শেষে সংঘের সভাপতি ডাঃ সোহান তালুকদার সংঘের সারা বছরের কার্যক্রমের বিস্তারিত চিত্র বর্ণনা করেন।

পরম্পরা সংঘ

প্রতিষ্ঠার পর থেকে এযাতকালে আমাদের কিছু উল্লেখযোগ্য কার্যাবলির বিবরণ:

১) মাস্ক বিতরণ, জনসচেতনতামূলক ফেস্টুন টানানো ও হ্যান্ডওয়াশের ব্যবস্থা।

২) নদীভাঙ্গনকবলিত মানুষদের মাঝে তাৎক্ষণিকভাবে শুকনো খাবার বিতরণ।

৩) দুঃস্থদের মাঝে  ঈদসামগ্রী বিতরণ।

ভাঙ্গকবলিত এলাকার বাচ্চাদের জন্য ঈদের পোশাক বিতরণ।

৪) ঢাকার “অক্সিজেন অব হিউম্যানিটি” নামক এক সংগঠনের সহযোগিতায় ত্রাণ সামগ্রী বিতরণ।

৫) ফেসবুকভিত্তিক এক সংগঠনের সহযোগিতায় ত্রাণ সামগ্রী বিতরণ।

৬) ঢাকার কিছু ব্যক্তির সহযোগিতায় নদীভাঙ্গনকবলিতদের মাঝে প্রায় ৩ লক্ষ টাকার নগদ অর্থ প্রদান।

৭) রাস্তা মেরামতে স্বেচ্ছাশ্রম প্রদান।

৮) জামালপুর সিটি পার্কে পিকনিক ও নৌকাভ্রমণের আয়োজন।

৯) এক প্রবাসী ব্যক্তির সহযোগিতায় শিমলা হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে কুরআন মাজিদ বিতরণ।

১০) ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে আলোচনা ও দোয়ার অনুষ্ঠান।এবং দুই দুঃস্থ ব্যক্তিকে নগদ আর্থিক সাহায্য প্রদান।

১১) সর্বশেষ, পবিত্র ঈদুল ফিতরে ৮০ টি দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।

পরম্পরা

আপনাদের সহযোগিতায় যেভাবে এগিয়ে যাচ্ছি সে ধারা অব্যাহত থাকুক।আমাদের জন্য দোয়া করবেন, পাশে থাকবেন ও রাখবেন।ধন্যবাদ।