বাংলাদেশে কি তারাবিহ স্থগিত হবে?-শীর্ষবার্তা

স্টাফ রিপোর্টারঃ

নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষাপটে মানুষ প্রার্থনা করছে, আল্লাহ আপনি পবিত্র রমজান আসার আগেই পরিবেশ শান্ত করে দিন ৷ গজবকে দাফন করে দিন ৷ যেন সিয়াম সাধনার পাশাপাশি তারাবির নামাজও জামাতে আদায় করতে পারি ৷ এমনই মুহূর্তে রমদান মাসে মসজিদে জামাতে তারাবি নামাজ আদায় স্থগিত করেছে সৌদি আরব। রোববার দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক ঘোষণায় এ তথ্য জানায়।

সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, আসছে রমজান মাসে তারাবির নামাজ মসজিদে জামাতে আদায় করা হবে না। করনাভাইরাসের প্রকোপ কমে না আসা পর্যন্ত মসজিদে সবরকম জমায়েত স্থগিতের নির্দেশ অব্যাহত থাকবে।

সৌদি মন্ত্রী ডক্টর আবদুল লতিফ আল শেখ বলেন, তারাবির নামাজ স্থগিতের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ ছিলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় স্থগিত করা। সর্বমহান আল্লাহ তা’আলার কাছে প্রার্থনা করি তিনি যেন বাড়িতে আমাদের তারাবির নামাজ কবুল করে নেন। আমরা নিজেদের সুস্থতার জন্যেও আল্লাহর কাছে প্রার্থনা করবো।

সৌদির এমন সিদ্ধান্তে অবাক বিশ্ব মুসলিম ৷ এখন তারা কি পদক্ষেপ নিবে সেটাই দেখার অপেক্ষা ৷

Leave a Comment