স্বাধীনতা সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের নড়িয়া উপজেলার কমিটি সম্পন্ন

স্বাধীনতা সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের
নড়িয়া উপজেলার কমিটি সম্পন্ন

মুহাম্মদ আবু সুফিয়ান আল মাহমুদ, নড়িয়া, শরীয়তপুর থেকে

স্বাধীনতা সংযুক্ত
ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ নড়িয়া উপজেলা শাখার আয়োজিত ২২ মার্চ সোমবার বেলা ১১টায় স্থানীয় উত্তর নশাসন আর আই আলিম মাদ্রাসা হলরুমে এক জরুরি আলোচনা সভা অনুস্টিত হয়।মাওলানা আবু সুফিয়ান আল মাহমুদ এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সভাপতি ও জাজিরা শামসুল উলুম কামিল মাদ্রাসার ইবি প্রধান মাওলানা হোসাইন আহমদ, জেলা সেক্রেটারী ও বিনোদপুর মৌলভীকান্দি দাখিল মাদরাসা শিক্ষক, মাওলানা জসিম উদ্দিন। জাজিরা থানা সভাপতি ও গংগানগর আহমাদিয়া দাখিল মাদরাসা ইবি প্রধান মাওলানা হেদায়েত হোসেন জিলু,
রাজনগর জামেউল উলুম দাখিল মাদরাসার ইবি প্রধান, মাওলানা সাইদুল ইসলাম, দীর্ঘ আলোচনা শেষে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে ২০২১ শেষনের জন্য নিম্নোক্ত কমিটি গঠিত হয়।
১।মাওঃসাইদুলইসলাম
সভাপতি
ইবিপ্রধান,রাজনগর জামেউল উলুম দাখিল মাদ্রাসা।

২।মাওঃআতাউর রহমান,
সহ-সভাপতি
ইবি প্রধান, উত্তর নশাসন আর আই আলিম মাদ্রাসা
৩। মুহাঃনেছার আহমেদ,
সহ সভাপতি,
ইবি সহঃশিঃ রাজনগর জামেউল মাদ্রাসা
৪।মুহাঃআজিজুল হক মৃধা,
সাধারণ সম্পাদক,
ইবি সহ শিঃ,উত্তর জপসা দাখিল মাদ্রাসা
৫।মাওঃ মাসুদ বিন ওবায়দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক,
ইবি প্রধান, বাংলাবাজার ইঃদাঃমাদ্রাসা
৬।মাওঃ আঃহান্নান পিরোজপুরী
সাংগঠনিক সম্পাদক,
ইবি প্রধান, মহিউসসুন্নাহ দাঃমাদ্রাসা
৭।মুহাঃআবু জাফর,
কোষাধ্যক্ষ
ইবি সহঃশিঃবাংলাবাজার দাঃমাদ্রাসা
৮।মাওঃ আঃসোবহান
প্রচার সম্পাদক
ইবিসহঃশিঃবাংলাবাজার ইঃদাঃমাদ্রাসা
৯।মাওঃমুজিবুর রহমান
দপ্তর সম্পাদক
ইবি ক্কারী,নশাসন আর আই আলিম মাদ্রাসা।
১০।মোসাঃলিমা খালাসি
মহিলা বিষয়ক সম্পাদিকা
ইবি শিক্ষক, বাংলাবাজার দাঃমাদ্রাসা
১১।মোঃরমিজ উদ্দিন
সদস্য,
ইবি শিক্ষক, মুলফতগঞ্জ ফাঃমাদ্রাসা।
১২।মাওঃ ইউনুছ আলী
সদস্য,
ইবি ক্কারী, পোড়াগাছা দাঃমাদ্রাসা
১৩।মাওঃ আব্দুল্লাহ আল হাসান
সদস্য
সহঃশিঃমহিউসসুন্নাহ দাঃ
মাদ্রাসা।
১৪।মাওঃ হাবিবুর রহমান
সদস্য
সহঃশিঃবাংলাবাজার ইঃদাঃমাদ্রাসা
১৫।মাওঃআহমদ আলী
সদস্য,
ইবি শিক্ষক
আহমদ নগর দাঃমাদ্রাসা।

উল্লেখ্য যে,উক্ত প্রতিনিধি সভায় নড়িয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসা হতে প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় প্রাথমিক শিক্ষার পাশাপাশি ইবতেদায়ী শিক্ষকদের সামাজিক মর্যাদা ও
জাতীয় করনের জন্য মাননীয় শিক্ষামন্ত্রী ওপ্রধানমন্ত্রীর নিকট একটা লিখিত প্রস্তাবনা জেলা নেতৃবৃন্দের মাধ্যমে জাতীয় নেতৃবৃন্দের নিকট পাঠানো হয়।