মোজাম্মেল হক সরদারের কবিতা ‘অসহায় তারা’

অসহায় তারা
মোজাম্মেল হক সরদার

দুঃখে আমার জীবন গড়া
কষ্টে জীবন চলি
বন্ধুরা যায় বিদ্যালয়ে
দুঃখ কাকে বলি?

বিদ্যালয় মোর ডেরার পার্শ্বে
যেতে নাহি পারি
পড়ার প্রতি মন ছুটে যায়
মনটা করে ভারী।

যেতাম আমি বিদ্যালয়ে
বন্ধু সবার সাথে
থাকত খাবার সহায় আমার
দোষ কি হতো তাতে?

দুঃখ আমার জীবন সাথী
দুঃখে জীবন গড়া
দুঃখের সাথে লড়াই করি
কিন্তু হয়না পড়া।

সবাই হয়ত মানুষ হবে
থাকবে আলোর পথে
আমি রইবো রাস্তার ধারে
আমার জীবন রথে।

Leave a Comment