ঘর ভাঙলো হালিমার চরিত্রে অভিনয় করা এসরা বিলজিকের

বিনোদন ডেস্কঃ

ভালোবেসে তুরস্কের ফুটবলার গোখন তোরের সঙ্গে ঘর বেঁধেছিলেন দিরিলিস এরতুগ্রুলের নায়িকা এসরা বিলজিক।

সেই ঘরে এখন বিরহের দাবানল। ১০ মিনিটেই ভেঙে গেছে ছয় বছরের ভালোবাসার সংসার।

বিখ্যাত অটোমান বা উসমান সাম্রাজ্যের প্রবক্তা দিরিলিস এরতুগ্রুল। এ সাম্রাজ্য প্রতিষ্ঠার কাহিনী নিয়ে নির্মিত ঐতিহাসিক ড্রামা সিরিয়াল ‘দিরিলিস এরতুগ্রুল’ বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে। এ সিরিয়ালে দিরিলিসের স্ত্রী হালিমে সুলতানের ভূমিকায় অভিনয় করে বিশ্বব্যাপী খ্যাতি পেয়েছেন এসরা বিলজিক।

আরও পড়ুন কারা আল্লাহর প্রকৃত ওলী বা পীর

তুরস্কের ইন্টারন্যাশনাল দ্য নিউজ জানাচ্ছে, ‘২০১৪ সাল থেকে দিরিলিস’খ্যাত এই তারকা অভিনেত্রী গোখন তোরের সঙ্গে প্রেমে জড়ান। ২০১৭ সালে তারা বিয়ে করেন।

তবে ব্যক্তিগত নানা কারণে তাদের আর একসঙ্গে থাকা হচ্ছে না। গেল মে মাসে তারা বিচ্ছেদ সেরে ফেলেছেন।

এ বিষয়ে তোরেকে জিজ্ঞেস করলে সাবেক এই স্ত্রীর সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। দুপক্ষের অনুমতিকে মাত্র ১০ মিনিটেই শেষ হয়েছে তাদের ডিভোর্স কার্যক্রম।

শুক্রবার মারা গেলে কী হয়? 

Leave a Comment