”খুঁজি উষ্ণশীতের সোহাগ “
রফিকুল ইসলাম
হেমন্ত ফিরে যাবে পউষের আসার ছলে
রাতের বিন্দু বিন্দু শিশির জমে আছে
শুভ্র সুতোয় বুনা মাকড়সার জালে।
পউষের আগমনে বাতাসে হিমেল শিরশির
হাঁটুজলে দাঁড়িয়ে সাদা বক সন্ন্যাসী ধ্যানে
বিলের শাপলা পাতায় টলমল শিশির।
পউষ আসবে বলে শাখাচ্যুত পাতা ঝরে
মাঠের সর্ষেফুলে দোলে হলুদ ক্যানভাস
সূর্য ডুবে হিমহিম শীত নামে সন্ধ্যা ঘিরে।
হিম কুয়াশায় কাপে সারি সারি রাতের গুবাক
টুপটাপ শিশিরের শব্দে রাতের প্রহর গুণি
রাতের শয়নে খুঁজি উষ্ণশীতের সোহাগ।
কুয়াশার চাদরে রাতের আঁধার কাটে ধীরে
দুধরঙ ঘন কুয়াশায় ঢাকে জবুথবু ভোর
ভোরের সূর্য উঠে কুয়াশার বুক চিরে।
শীর্ষবার্তা ডটকমে আপনিও আপনার লেখা পাঠাতে পারেন
লেখা পাঠানোর ঠিকানাঃ
সম্পাদক