অনলাইন ডেস্কঃ
রাজশাহীতে কবর থেকে লাশ চুরি করতে গিয়ে দিলিপ দাশ (৫২) নামের এক কবিরাজ স্থানীয়দের হাতে আটক হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের রসুলপুর গ্রামের একটি কবরস্থান থেকে তাকে আটক করা হয়।
আটক দিলিপ দাশ ওই গ্রামের মৃত যতনের ছেলে। তিনি কবিরাজি করে জীবিকা নির্বাহ করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নাতিনের কবরে বাঁশের বেড়া খোলা দেখে এগিয়ে যান লুৎফর রহমান। এসময় দিলিপ কবর থেকে উঠে এলে ভয় পেয়ে তিনি চিৎকার দিয়ে দৌড় দেন। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে হাতেনাতে আটক করে।
আরো পড়ুন – ঘরে বসে আয় করার সহজ উপায়
লুৎফর রহমান বলেন, ‘মাসখানেক আগে সন্তানসম্ভবা নাতনি রান্না করতে গিয়ে শাড়িতে আগুন লেগে গুরুতর আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় দুই সপ্তাহ আগে তার মৃত্যু হয়। আগুনে পোড়া ব্যক্তির লাশ বলেই হয়তো কবিরাজ দিলিপ তার কঙ্কাল চুরি করতে চেয়েছিল। তবে স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলার কারণে সে ধরা পড়ে।’
পড়ুন – দরখাস্ত লেখার নিয়ম ২০২১
এ বিষয়ে গোদাগাড়ী থানার ওসি (তদন্ত) নিত্যপদ দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মৃত ব্যক্তির দেহের অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়।’
পড়ুন – লাইভে এসে স্ত্রীকে খুন করলো স্বামী
ইসলাম ধর্মে মৃতদেহ সম্মানিত বস্তু ৷ যদ্দরুণ মৃতদেহ কবরস্থ করার বিধান এসেছে ৷ মানুষ আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব ৷ মৃত ব্যক্তির লাশ এভাবে চুরি করা ইসলামী শরীয়তে জায়েজ নাই ৷
ডিএমডি