বিশেষ ব্যক্তিরা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো পরপরই সর্বস্তরের মানুষের জন্য সব উন্মুক্ত করে দেওয়া হলো কেন্দ্রীয় শহীদ মিনার৷ সাড়ে ১২টা দিকে সর্বস্তরের মানুষ জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে ফুলের তোড়া নিয়ে ভেতরে প্রবেশ করে থাকেন৷
প্রতিবেদনটি লেখার সময় দেখা যায়, বিভিন্ন সংগঠনের পক্ষ স্বাস্থ্যবিধি মেনেই ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে৷
কেন্দ্রীয় শহীদ মিনারের বেদী ফুলে ফুলে ভরে যাচ্ছে৷ রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন পেশার মানুষ৷ নিউ মার্কেট এলাকা থেকে শ্রদ্ধা জানাতে এসেছেন ব্যবসায়ী মো. রাসেল খান৷ কোনও সংগঠন বা পরিষদের পক্ষে হয়ে আসেননি তিনি৷ নিজে একা একা ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে এসে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেক বাধা বিপত্তির পর অবশেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারলাম৷ খুব শান্তি লাগছে৷’
.
ঢাকা কলেজের দর্শন বিভাগের ছাত্র আরিফুর রহমান বলেন, ‘প্রথম প্রহরে শ্রদ্ধা জানাতে আসছি৷ সাড়ে ১২টার দিকে শ্রদ্ধা জানাতে পেরে খুব আনন্দ লাগছে।