শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের লক্ষীপুরে ছেলের হাতে মা খুহ হবার এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জায়গা-জমি সংক্রান্ত বিষয় নিয়ে মাঝে-মধ্যে মা ছেলের মধ্যে ঝগড়া হত। গতকাল ২১ ফেব্রুয়ারি আনুমানিক ৬:৩০ মিনিটের দিকে কোন রকম ঝগড়া বিবাদ ছাড়াই ঘাতক মালেক খাঁন (৪০) পিতা মতিন খান তার মা আনোয়ারা বেগম(৬৫) কে হত্যার উদ্দেশ্যে ধারালো ‘কুঠার দিয়ে মাথায় আঘাত করে, তখন আনোয়ারা বেগম চিৎকার করে মাটিতে ঢলে পড়ে।
চিৎকার শুনে আনোয়ারা বেগমের মেয়ে, পুত্র বধূ ও নাতি, নাতনি এসে দেখতে পায় নরপশু ঘাতক মালেক খাঁন রক্তাক্ত কুঠার হাতে দাঁড়িয়ে আছে আর আনোয়ারা বেগম মুমুর্ষ অবস্থায় মাটিতে পড়ে আছে। তৎক্ষাণিক আনোয়ারা বেগমকে গোসাইরহাট হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলে পথিমধ্যে তিনি ইন্তেকাল করেন। পরবর্তীতে ঘাতক মালেক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পরে এলাকা বাসি তাকে আটক করে গোসাইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।