শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে এডঃজহিরুল ইসলাম সভাপতি ও এডঃআবু সাঈদ সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী
শরীয়তপুর থেকে
মুহাঃ আবু সুফিয়ান আলমাহমুদ
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির ২০২১ সালের কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ১১টি পদে ৩০ জন প্রার্থী অংশগ্রহন করেন। এদের মধ্য থেকে লাইব্রেরী সম্পাদক পদে এডভোকেট সেলিম আহমদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়। ভোটের মাধ্যমে সভাপতি পদে বিজয়ী হয়েছেন এডভোকেট মো. জহিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আলমগীর হোসেন হাওলাদা, সহ-সভাপতি এডভোকেট মো. ছায়েদুর রহমান (ছাইদ), সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবু সাঈদ, সিনিয়র সহ-সাধারন সম্পাদক এডভোকেট মো. মৃধা নজরুল কবির, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মো. নুরুল হক হাওলাদার, অর্থ সম্পাদক এডভোকেট আলী আহম্মদ খান, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট মো. মনোয়ার হোসেন, অডিটর এডভোকেট এমএম মনিরুজ্জামান ইমরান, এডভোকেট সদস্য রাশিদা মির্জা, এডভোকেট মেহেদী মান্নান হামিদী, এডভোকেট মো. আমিনুল ইসলাম, এডভোকেট এমএম বশির উল আলম ও এডভোকেট মো. মনিরুজ্জামান খান (দিপু) বিজয়ী হয়েছেন।
উল্লেখ্য, ১৯০ জন ভোটারের মধ্যে ২৭ ফেব্রুয়ারী সকাল ১০টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে ১৮৫ জন ভোট প্রদান করেন।