শরীয়তপুরবাসী চারলেনের রাস্তাদিয়েই পদ্মাসেতুতে উঠবে- পানিসম্পদ উপ-মন্ত্রী

শরীয়তপুরবাসী চারলেনের রাস্তাদিয়েই পদ্মাসেতুতে উঠবে-
পানিসম্পদ উপ-মন্ত্রী

শরীয়তপুর থেকে

মুহাঃআবু সুফিয়ান আল মাহমুদ

পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন পদ্মা সেতুর চালুর দিন থেকেই চার লেনের রাস্তা দিয়ে শরীয়তপুরের মানুষ পদ্মা সেতুতে উঠতে পারবে। অনেকে ফেইসবুকে এ বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আমি এবং শরীয়তপুর-১ আসনের সাংসদ ইকবাল হোসেন অপুর যৌথভাবে প্রচেষ্টা চালাচ্ছি। নির্ধারিত সময়ের মধ্যেই চারলেনের রাস্তার কাজ সম্পুর্ণ করা যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা রয়েছে পদ্মাসেতু বাস্তবায়নের পরপরই মেঘনা নদীতে টার্নেল অথবা সেতু তৈরী করে সারা বাংলাদেশকে সড়ক নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার। তাহলে বাংলাদেশের সকল জেলার সাথে শরীয়তপুর জেলার রেল যোগাযোগ স্থাপিত হবে। শরীয়তপুর হবে একটি উন্নত জেলা।