শরীয়তপুরে জাতীয় শিক্ষক ফোরাম এর সম্মেলন অনুষ্ঠিত

শরীয়তপুরে জাতীয় শিক্ষক ফোরাম এর সম্মেলন অনুষ্ঠি

মুহাম্মদ আবু সুফিয়ান আল মাহমুদ, শরীয়তপুর থেকে।

শরীয়তপুরে জাতীয় শিক্ষক ফোরামের দ্বি-বার্ষিক শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেল ৩টায় শহরের দুবাই প্লাজার চিকন্দী ফুড পার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান।
শিক্ষক ফোরামের শরীয়তপুর জেলা সভাপতি আবু জাফর মো. ছালেহ এর সভাপতিত্বে ও সেক্রেটারী এস এম আহসান হাবিব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যক্ষ সুলতান মাহমুদ খান, সহকারী সেক্রেটারী জেনারেল ইঞ্জিনিয়ার মো. আহসান উল্লাহ খান, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ।
বক্তব্য রাখেন শরীয়তপুর উলামা পরিষদের সভাপতি মাওলানা শফিউল্লাহ খান, ইসলামী আন্দোলন শরীয়তপুর জেলার প্রধান উপদেষ্টা মাওলানা শওকত আলী, আংগারিয়া ওসমানীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু বকর, বাংলাদেশ মুজাহিদ কমিটির জেলা ছদর মাওলানা কেরামত আলী, ইসলামী আন্দোলন জেলা সভাপতি মাওলানা তোফায়েল আহমেদ কাসেমী,নশাসন আর,আই সিনিয়র মাদ্রাসার প্রভাষক,মাওলানা আলী আকবার মিফতাহ, শরীয়তপুর কামিল মাদ্রাসার ভাইস- প্রিন্সিপাল, মাওলানা আনোয়ারুল হক।
শিক্ষার সব স্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলককরণ, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ এবং শিক্ষক সমাজের ন্যায্য দাবি আদায়ের লক্ষকে প্রতিপাদ্য করে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এ সংক্রান্ত ১৪ দফা প্রস্তাবনা পেশ করা হয়।
সম্মেলন শেষে প্রধান অতিথি জাতীয় শিক্ষক ফোরাম শরীয়তপুর জেলার নতুন কমিটি ঘোষনা করেন। নতুন কমিটিতে মাওলানা আনোয়ারুল হক সভাপতি, মাওলানা আলী আকবর মিফতাহ সহ সভাপতি ও এসএম আহসান হাবিব সেক্রেটারী নির্বাচিত হয়েছেন।