চিকন্দী আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন
মুহাঃআবু সুফিয়ান আল মাহমুদ
চিকন্দী, শরীয়তপুর থেকে
চিকন্দী আইনজীবী সমিতি ১৫০ বছরে কোর্ট । ১৫০ বছর পর আজ ২০মার্চ ২০২১এই প্রথম নির্বাচন অনুস্টিত হয়, প্রথম নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে প্রবীণ আইনজীবী জনাব এ্যাডভোকেট হাতেম আলী মিয়া জয়লাভ করেছেন।
উল্লেখ্য যে,উক্ত আইনজীবী সমিতির নির্বাচনে এডভোকেট জালাল আহমেদ( সবুজ)
সহ সভাপতি,
এডভোকেট কামাল হামিদী সাধারণসম্পাদক,
এডভোকেট রুবায়েত আনোয়ার (মনির )
সহ সাধারণ সম্পাদক, এডভোকেট আব্দুল বাতেনঢালী
কোষাধ্যক্ষ,
এডভোকেট আনিসিদ্দি
তালুকদার
লাইব্রেরী সম্পাদক,
এডভোকেট নূরে আলম হিরু দপ্তর সম্পাদক,
এডভোকেট জয়নাল আবেদিন প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক,
এডভোকেট জাকির তালুকদার, সদস্য,
এডভোকেট মাহবুবা শিল্পী, সদস্য,
এডভোকেট আতাউর রহমান হাওলাদার,
সদস্য,
এডভোকেট আক্তার উজ্জামান খান
সদস্য ,
এডভোকেট মিজানুর রহমান (পিন্টু)
সদস্য
হিসেবে বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছেন।
সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা।