কাঁদতে কাঁদতে বাবা-মার লাশ চিনিয়ে দিলো ১০ বছরের মীম, হৃদয়বিদারক দৃশ্য!
মেয়েটির নাম মীম ১০ বছর বয়স, তার পরিবারে বাবা মা আর ছোট দু’বোন সহ মোট পাঁচজন ছিল।
তারা ঢাকায় বসবাস করতো।
তাদের বাড়ি ছিল খুলনা জেলার তেরকান্দি। বাবা দর্জির কাজ করতো,পাশাপাশি টিউশনি করাইতো। মেয়েটির আপন বলতে তার পরিবার ছাড়া কেউ ছিলো না, কারন তার চাচাদের সাথে ভালো সম্পর্ক ছিল না, মেয়েটির দাদা আগেই মারা গিয়েছিল।
গতকাল তার দাদী মারা গেছিল সেখানে যাওয়ার জন্য তারা যখন মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাবাজার আসে, ফেরিঘাটে বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে তার মা বাবা, আর ছোট দু’বোন নিহত হয়। মীম তখন ঘুমাচ্ছিলো।
আল্লাহর অলৌকিক ভাবে মীমের কাছে একটি ব্যাগ ছিল,ব্যাগ বুকে শক্ত করে ধরে কোনরকম পদ্মা নদীর তীরে উঠে, মীম অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যায়, তাকে চিকিৎসা দেওয়া হয়।
তারপর সুস্থ হলে তাকে যখন তার মা বাবা বোনদের লাশের সামনে আনা হয় মীম কান্না করে দেয়,লাশ দেখে চিনতে পারে
মীমের আপন বলতে কেউ রইলো না….
আল্লাহ তুমি মীমের মা বাবা বোনদের কে জান্নাতবাসী করো। মীম কে শোক সইবার ধৈর্য দেও আমিন।