সারোগেট সেক্স থেরাপি এক বিতর্কিত চিকিৎসাপদ্ধতি। এর অর্থ হলো রোগীর যৌনসঙ্গী হিসেবে একজন লোককে ভাড়া করে আনা। বিতর্কিত বলেই খুব বেশি দেশে এটি চালু হয়নি। তবে ইসরায়েলে সৈন্যদের জন্য এই থেরাপি চালু আছে – এবং যে সৈনিকরা কোন সংঘাতে গুরুতর আহত আহত হয়েছেন এবং তার যৌন-পুনর্বাসন দরকার – তারা সরকারি খরচে পেতে পারেন এই থেরাপি, অর্থাৎ একজন সারোগেট যৌনসঙ্গীর সেবা।।
.
ব্যাপারটা কিভাবে কাজ করে তা জানতে তেল আবিবে সেক্স থেরাপিস্ট রোনিট আলোনির ক্লিনিকে ঘুরে আসা যাক।
.
ক্লিনিকটির কনসাল্টেশন রুমটি দেখতে আর দশটা সাধারণ ক্লিনিকের মতই।
.
মিজ আলোনির মক্কেলদের জন্য ছোট কিন্তু আরামদায়ক একটি সোফা আছে। আর আছে নারী ও পুরুষের যৌনাঙ্গের জীববৈজ্ঞানিক চিত্র – যা রোনিট আলোনি ব্যবহার করেন বিভিন্ন বিষয় বুঝিয়ে বলার জন্য।
.
কিন্তু এর পাশের ঘরটিতে যা হয় – তা বেশ অবাক হবার মতো। এতে আছে একটি সোফা-বেড এবং মোমবাতি।
.
এখানে ‘সারোগেট’ বা ভাড়া করা সঙ্গীরা আসেন এবং তারা আলোনির মক্কেলদের শিখিয়ে দেন কীভাবে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে হয়, এবং অবশেষে – কীভাবে যৌনমিলন করতে হয়।
.
“এটা কিন্তু দেখতে হোটেলের মত নয়। বরং এটা দেখতে অনেকটা একটা বাড়ি বা এ্যাপার্টমেন্টের মত” – বলছেন আলোনি।
.
এতে আছে একটি বিছানা, একটি সিডি প্লেয়ার, পাশে একটি স্নানের ঘর। আর ঘরের দেয়ালে আছে যৌনউত্তেজক নানা শিল্পকর্ম।
.
“অনেক দিক থেকেই সেক্স থেরাপি জিনিসটা হচ্ছে দু’জনের ব্যাপার । আপনার যদি একজন সঙ্গী না থাকে, তাহলে আপনি প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে পারবেন না” – বলছেন আলোনি, “এখানে যিনি সারোগেট অর্থাৎ ভাড়ায় আসছেন, তিনি পুরুষ বা মহিলা যাই হোন – তার কাজটা হচ্ছে পার্টনারের ভুমিকাটা পালন করা।”
.
সমালোচকরা একে দেহ-ব্যবসার সাথে তুলনা করেছেন।।
.
কিন্তু ইসরায়েলে এটা এতটাই গ্রহণযোগ্য হয়ে গেছে যে যেসব সৈন্য আহত হবার কারণে যৌনক্ষমতা হারিয়েছেন – তাদের জন্য এই থেরাপির খরচ বহন করছে রাষ্ট্র।
.
আলোনি তার ডক্টরেট করেছেন যৌন-পুনর্বাসনের ওপর।
.
তিনি বলছেন, “মানুষের জন্য এটা অনুভব করা গুরুত্বপূর্ণ যে তারা অন্যকে যৌনসুখ দিতে পারে এবং অন্যের কাছ থেকে তা পেতে পারে।”
.
“লোকে এখানে আসে চিকিৎসার জন্য, আনন্দের জন্য নয়। এখানে দেহব্যবসার সাথে মিলে যায় এমন কিছুই নেই” – জোর দিয়ে বলছেন তিনি।
.
“তা ছাড়া ৮৫ শতাংশ ক্ষেত্রেই এখানকার থেরাপির সেশনগুলোর বিষয় হচ্ছে একান্ত ঘনিষ্ঠতা, স্পর্শ, দেয়া-নেয়া, যোগাযোগ ইত্যাদি। এখানে শেখানো হচ্ছে, কিভাবে একজন ব্যক্তি হিসেবে আপনি অন্যদের সাথে সম্পর্ক গড়ে তুলবেন।”
.
“যে পর্যায়ে এসে আপনি যৌন সম্পর্ক গড়ে তুলছেন – সেটা হচ্ছে এ প্রক্রিয়ার শেষ ধাপ।”
.
প্রায় ৩০ বছর আগে রিজার্ভ সৈন্য থাকা অবস্থায় তিনি একটি দুর্ঘটনায় পড়েছিলেন – যাতে তার জীবন পুরোপুরি বদলে যায়।
.
তিনি একটি উঁচু জায়গা থেকে পড়ে গিয়েছিলেন।
.
এতে তার কোমরের নিচ থেকে বাকি শরীর অসাড় হয়ে যায়, এবং তিনি আগেকার মত যৌনমিলন করতে অক্ষম হয়ে পড়েন।
সুত্রঃ বিবিসি বাংলা