করোনা ভাইরাস নিয়ে শরিফ আহমদের ছড়া

আসবে রহম
শরিফ আহমাদ

আজ করোনা বিশ্বের নানা প্রান্তে
লাখে লাখে মরছে মানুষ
গুজব বিশ্বাস করছে মানুষ
রোগ প্রতিরোধ বিষয় হবে জানতে ৷

এই রোগের নেই কোন ঔষধ বিশ্বে
কিছু লক্ষণ বলছে সবাই
সাবধানে পথ চলছে সবাই
আজ সচেতন কোটিপতি নিঃস্বে ৷

এই যে যেমন সাবানে হাত ধোয়া
মাস্ক ব্যবহার করা দৈনিক
দেশের পুলিশ কড়া সৈনিক
সবাই নাগাল পায় যেন সুখছোঁয়া ৷

সব পদক্ষেপ জাতির ভালো লক্ষ্য
করছে যেমন আরো করুক
সবাই পাপের নেশা ছাড়ুক
ভাগবে বিপদ আসবে রহম বক্ষে ৷

Leave a Comment