রেডিও-টেলিভিশনে গান বাজনা, বেপর্দা, অশ্লীলতা, বেহায়াপনা বন্ধ করুন।অশ্লীলতা, বেহায়াপনা, জুলুম-নির্যাতনের কারনে অতীতেও বিভিন্ন জাতির উপর বিভিন্ন মহামারী গজব রুপে আপতিত হয়েছিল । বর্তমান বিশ্বে বিরাজমান করোনা ভাইরাস প্রকারন্তরে আল্লাহর গজব । সুতরাং আল্লাহর গজব মোকাবেলার শক্তি কারো নেই । এই গজব থেকে রেহাই পেতে সবাইকে পাপকর্ম ছেড়ে তওবা করতে হবে । আজ ১০ই এপ্রিল শুক্রবার বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন সভাপতি মুফতি জাকির বিল্লাহ এক বিবৃতিতে এসব কথা বলেন । প্রেস বিজ্ঞপ্তি