কেমন বন্ধু তুমি?
মারুফ আহমেদ
কেমন বন্ধু তুমি
আলোর দেখা পেয়েও যখন
কালোতে দাও চুমি।
কথায় কথায় মিথ্যা বলো
সত্যকে যাও ভুলে
যখন তখন গালাগালি
করো যে মুখ খুলে।
আল্লাহ-রাসুল যায় যে ভুলে
মানুষ তোমায় পেয়ে
আর কি খারাপ আছে বলো
বন্ধু তোমার চেয়ে?
এমন বন্ধু চাইনা আমি
যাহার কাছে মন্দ দামি
উপাসনা করে না তার
যিনি অন্তর্যামি।
বন্ধু তো চাই সৎ,নামাজী
দ্বীনি দৃষ্টিভঙ্গি
যাহার সাথে হবো আমি
জান্নাতে-ও সঙ্গী।