ফেসবুকে একযোগে সাঈদীর মুক্তি চেয়ে হাজারো মানুষের পোস্ট

বাংলাদেশের কিছু হলুদ মিডিয়াগুলোতে সত্য নিউজ প্রচারের স্থান না পেলেও সোস্যাল মিডিয়ার প্রতি দেশের সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অনেক বেশী ৷ দীর্ঘদিন ধরে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে সোস্যাল মিডিয়ায় যে যার মতো বিচ্ছিন্ন প্রচার প্রচারণা চললে এই প্রথম পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী গতকাল ১০ এপ্রিল শুক্রবার আল্লামা সাঈদীর মুক্তির দাবিতে যার যার আইডিতে ও প্রোফাইলে সাঈদীর মুক্তি চেয়ে ছবি পোষ্ট প্রচার করার কথা ছিল ৷ সেই অনুযায়ী ১০ তারিখ শুরু হতে না হতেই সমগ্র ফেইসবুক ছেয়ে যায় আল্লামা সাঈদীর মুক্তির দাবিতে ছবি পোস্ট দিয়ে ৷ যা গোটা ফেসবুকবাসীকে ভাবিয়েছে ৷

বিশিষ্টজনদের মতে, “ইতোপূর্বে সমগ্র দেশের আলেম সমাজদের মধ্য থেকে শীর্ষস্থানীয় আলেমগণ সরকারের প্রতি আল্লামা সাঈদীকে মুক্তির জন্য অনুরোধ জানান ৷ কিন্তু তাতে মিডিয়া তেমন প্রচার করে নি ৷ সরকারও আমলে নেয়নি নি ৷ এতে দেশের সর্ববৃহৎ জনগোষ্ঠীকে অবজ্ঞা করে সরকার তার নিজের ইচ্ছামতো প্রিন্ট মিডিয়াকে ব্যবহার করছে বলে কেউ কেউ ধারণা করেন ৷ এতে দেশের সংবাদ মাধ্যমকে আজ ধ্বংস করে দেয়া হয়েছে ৷ সোস্যাল মিডিয়ায় সরকার নির্লজ্জ ভাবে অপমানিত হচ্ছে।

আজকের আল্লামা সাঈদীর মুক্তির কর্মসূচীতে অনলাইনের গুরুত্বপূর্ণ আইডিগুলোসহ সর্বস্তরের সাধারণ ফেবু ইউজাররা অংশগ্রহণ করে অনলাইনের একটি সফল আন্দোলনের শুভ সূচনা করে।অনলাইনের গুরুত্বপূর্ণ এক্টিভিস্টরা অতিসত্বর সাঈদীর মুক্তি দাবি করে এবং আরও কঠোর কর্মসূচী দেয়ার পক্ষে মতামত ব্যক্ত করেন।

দীমা

Leave a Comment