এবার মুন্সিগঞ্জে ৭ জন করোনা রুগী সনাক্ত হয়েছে। এদের মধ্যে দুই জন নারী আর বাকি ৫ জন পুরুষ। শুক্রবার ( ১০ এপ্রিল ) রাতে জরুরী ফোনে আইইডিসিআর মুন্সিগঞ্জের সিলিভ সার্জন কে বিষয়টি জানান। সিভিল সার্জন আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদর এবং সিরাজদিখান উপজেলায় একজন করে নারী রয়েছেন। এছাড়া গজারিয়ায় দুজন, টঙ্গীবাড়িতে দুজন ও শ্রীনগরে একজন পুরুষ আক্রান্ত হয়েছেন।
গত ৭ এপ্রিল ১৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ৮ এপ্রিল ঢাকায় পাঠানো হয়। এর মধ্য থেকে সাত জনের রিপোর্ট পজিটিভ আসে। সিভিল সার্জন জানিয়েছেন, তাদের অধিকাংশই নারায়ণগঞ্জে সংক্রমিত বলে জানা গেছে। সংশ্লিষ্টরা জানান, টঙ্গীবাড়ির একজন মীরপুর থেকে সংক্রমিত।
.
তিনি জানান, আক্রান্ত সবার সাথে আইইডিসিআর এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা কথা বলেছেন। তাদের অবস্থা গুরতর নয়।