শোক দিবসের স্ট্যাটাস । বঙ্গবন্ধু নিবেদিত ছড়া কবিতা ।
বছর ঘুরে আবার এলো ১৫ আগস্ট । জাতীয় শোক দিবস। রাষ্ট্রীয়ভাবে এ দিনটিকে পালন করা হয়। এই দিনেই স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদেরকে নির্মমভাবে শহীদ করা হয় । এটা অবশ্যই দুঃখজনক এবং মর্মান্তিক একটি ঘটনা ।
এই দিবসে দেশজুড়ে বিভিন্ন আয়োজন হয়ে থাকে । ঐতিহাসিক ঐ শোকের মিছিলে শামিল হতে শোক দিবসের স্ট্যাটাসগুলো লেখা হলো । পর্যায়ক্রমে স্ট্যাটাস গুলো পড়তে থাকুন। শেয়ার করুন ।
ঘরে আয় করার সহজ উপায় জানতে এখানে ক্লিক করুন
শোক দিবসের স্ট্যাটাস:
* আমার নেতা মুজিব। তিনি আমার চেতনার বাতিঘর । শাহাদাত বার্ষিকীতে তার জন্য গভীর শ্রদ্ধাঞ্জলি এবং দোয়া ।
* দেশকে ভালোবাসার আগে বঙ্গবন্ধুকে জানো । কেননা তিনি শুধু স্বাধীনতার স্থপতি নন । তিনি সমগ্র বাংলাদেশের প্রাণ ।
* শোক দিবসে ঝরছে সবার
চোখের থেকে জল
দেশ গঠনের নিচ্ছি শপথ
নিয়ে শক্তি বল ।
* মুজিব তোমার কন্ঠে শুনেছি
শেকল ভাঙার গান
বাঙালির প্রাণে থাকবে তুমি
হয়ে চির অম্লান ।
* মুজিব আছে বুকের ভেতর
মুজিব মুনাজাতে-
সকাল দুপুর রাতে ।
* বঙ্গবন্ধু শুধু টাকার পিঠে নয় , তিনি তো সবার হৃদয়ে অঙ্কিত এক মহাপুরুষ।
জাতীয় শোক দিবসের ফেসবুক স্ট্যাটাস
* আজ আগস্টের শোক দিবসে
পানি সবার চোখে
শেখ মুজিবকে শ্রদ্ধা জানায়
হাজার হাজার লোকে ।
* বঙ্গবন্ধুর দেহটা আজ কবরে
কিন্তু তিনি যেন বাংলাদেশে এখনো বিরাজমান।
গ্রাম শহরে তার সুবাস পাওয়া যায় ।
* জাতির জনক চলে গেছে
রয়ে গেছে অন্তরে
তিনি থাকবেন অমর হয়ে
বাংলার পথ প্রান্তরে ।
* এই যে আকাশ দেখছি ,এটা মুজিবের জন্য ।
এই যে পাহাড় দেখছি ,এটা মুজিবের জন্য।
এই যে বাংলা দেখছি , এটা মুজিবের জন্য ।
তিনি ছাড়া স্বাধীনতার স্বাদ কেউ বুঝতো না কোনদিন ।
* মুজিবের বাবা মাকে স্যালুট-
এমনরত্ন জন্ম দেওয়ার জন্য ।
আর মুজিবকে স্যালুট-
স্বাধীন দেশ উপহার দেওয়ার জন্য ।
* মুজিব মানে হানাদার তাড়ানো
অগ্নিপুরুষ
মুজিব মানে স্বাধীন দেশের
স্বপ্নদ্রষ্টা ।
* শেখ মুজিবের রক্ত ঝরে
এই মাটি হয় খাঁটি
এই মাটিতে বুক ফুলিয়ে
আজকে সবাই হাঁটি।
* জাতির পিতা আজ কবরে
তাতে প্রবলেম কি
তার ছবি আর রঙিন স্বপ্ন
বুকে রেখেছি ।
* দেশকে ভালোবাসা যদি ঈমানের অঙ্গ হয় তাহলে বঙ্গবন্ধুকে ভালোবাসা কি হবে বলুন? তিনি তো স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ।
* শোক দিবসে জাতির পিতার
জন্য করি দোয়া
মাওলা তাকে সুখে রাখুক
দিয়ে রহম ছোঁয়া।
* লাল সবুজের পতাকা দেখো
সবুজ বৃত্ত যেন টুংগি পাড়া
আর লাল চিহ্ন শেখ মুজিবের রক্ত ।
* শোক দিবসে একটাই প্রার্থনা-
বঙ্গবন্ধুকে রহম ছাঁয়ায়,সুখের চাদরে রেখো আল্লাহ।
শোক দিবস উপলক্ষে স্ট্যাটাস
* আজকে সবাই সুখে আছে
ভালো আছে বেশ
মুজিব না হলে কেউ পেতো না
এমন স্বাধীন দেশ ।
*শেখ মুজিবের রক্ত দিয়ে
দেশ হয়েছে কেনা
সজাগ আছে শহর-গ্রামে
লক্ষ মুজিব সেনা।
* তোমার হাতের ঐ সাহসী আঙ্গুল
আর তোমার ঠোঁটে হাসি,
বঙ্গবন্ধু আমি তোমাকেই ভালবাসি.!
* ভালবাসার মানুষ টা কাছে না থাকলে ও
তার জন্য হৃদয়ের আসন
খালি ই পড়ে থাকে!
* কতটা তেপান্তর পার হলে সোনালী
সন্ধ্যা নামে। কতটা বেদনা বহন
করলে চোখের কোনে অশ্রু জমে।
Miss you mujeeb , love you mujeeb
* দেয়ালে দেয়ালে মনের খেয়ালে
হিসেবে বেহিসাবে তোমাকে খুঁজি
আড়ালে আড়ালে কোথায় হারালে
ফিরে তুমি আর আসবে না বুঝি ।
বঙ্গবন্ধু কে নিয়ে স্ট্যাটাস
* আমি যখন বঙ্গবন্ধুর নাম মাটিতে লিখলাম
বৃষ্টিতে ভিজে গেলো । আকাশের রঙিন ডায়েরীতে লিখলাম, কালো মেঘে ঢেকে গেলো ।
কিন্তু যখনই হৃদয়ে লিখলাম ঠিক তখন থেকে রয়ে গেলো ।
* শোক দিবসে শপথ করো , বঙ্গবন্ধুর বাংলা গড় ।
পড়ুন – ১৫ আগষ্ট সম্পর্কে রচনা
* হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি
আছো তুমি সবার হৃদয়ের গভীরে-
থাকবে অনন্তকাল ।
* মুজিব মানে মহান পুরুষ
মুজিব মানে আশা
মুজিব মানে আকাশ ছোঁয়া
স্বচ্ছ ভালোবাসা ।
* আমি একাত্তরের যুদ্ধ দেখিনি
দেখিনি কোন যোদ্ধার মুখ
আমি দেখেছি জাতির পিতার ছবি
পেয়েছি আমি অনাবিল সুখ ।
* বঙ্গবন্ধুর রক্ত বৃথা যাবে না । সোনার বাংলা একদিন গঠিত হবে ইনশাল্লাহ ।
* বাংলাদেশ মানে বঙ্গবন্ধু । বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ ।
* শোক দিবসে শ্রদ্ধা জানাই
মুজিব অমর তুমি
তোমার জন্য কান্না করে
আজকে স্বদেশ-ভূমি ।
* শোক হোক বন্ধুবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার শক্তি ।
জাতীয় শোক দিবসের উক্তি:
১. শেখ মুজিবের মৃত্যুতে বিশ্বের শোষিত মানুষ হারালো একজন মহান নেতাকে । হারালো একজন অকৃতির বন্ধুকে ।
২. বঙ্গবন্ধুকে হত্যায় বাংলাদেশ শুধু এতিমই হয়নি , বরং বিশ্ব হারিয়েছে এক মহান নেতাকে ।
৩. যে জাতি বঙ্গবন্ধুকে হত্যা করতে পারে তারা আরো জঘন্য কাজ করতে পারে । মূলত যারা অকৃতজ্ঞ আল্লাহ তাদের পছন্দ করেন না ।
জাতীয় শোক দিবসের ব্যানার:
১. আজ শোকাবহ ১৫ই আগস্ট ।
বঙ্গবন্ধু এবং তার পরিবারের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ।
২. তুমি জন্ম নিয়েছিলে বলে
সবাই সুখী হয় বেশ-
মুজিব তোমার আরেকটি নাম
স্বাধীন বাংলাদেশ ।
৩.
একটি কবিতার রক্ত পলাশে লেখা
একটি মানুষ পতাকায় আঁকা ছবি
বুকে একতারা শ্যামা দোয়েলের গান
মুজিবুর আজ সারা বাংলার কবি ।
৪. আজ বাঙালি কান্না করো
আজকে মুজিব নাই
তার খুনিরা যেখানে থাক
তাদের বিচার চাই।
শেখ মুজিবের ছড়া কবিতা:
মুজিব মানে
শরিফ আহমাদ
মুজিব মানে মুক্ত আকাশ
ঝলমলে এক রবি
মুজিব মানে রক্তে আঁকা
স্বাধীনতার ছবি ।
মুজিব মানে স্বপ্ন আশা
আকাশ ছোঁয়া ভালোবাসা
লাল গোলাপের ঘ্রাণ,
মুজিব মানে বাংলাদেশের প্রাণ ।
মুজিব মানে ন্যায়ের শাসন
ঐতিহাসিক দেওয়া ভাষণ
জেগে ওঠার সুর,
মুজিব মানে আলোর সমুদ্দূর ।
মুজিব মানে গানের ছন্দ
ত্যাগের মাঝে খুব আনন্দ
বিজয়ের উল্লাস,
মুজিব মানে শান্তি-সুখের বাস ।
মুজিব মানে বীর বাঙালির
সজাগ রাখা দৃষ্টি
মুজিব হলো আল্লাহপাকের
অপূর্ব এক সৃষ্টি ।
শেখ হাসিনার আব্বু
শরিফ আহমাদ
আজকে আছে কত নেতা
তাদের জীবন রোমান্টিক
পত্রিকা আর টিভি থেকে
নাও সকলে প্রমাণ ঠিক ।
কিন্তু একজন নেতা ছিলেন
সবার থেকে অনন্য
শৈশব থেকে পরের সেবায়
থাকতো যে তার মন অন্য।
দেশ গড়েছেন যত্ন করে
স্বপ্ন আশার-রাত দিয়ে
দেশবাসীদের সুখে রাখেন
মুখে খাবার ভাত দিয়ে ।
মহান নেতার লিখতে স্মৃতি
কান্না আসে চাপ বুকে
চোখে ভাসে জাতির পিতা
শেখ হাসিনার আব্বুকে ।
শোক দিবসের কবিতা
সোনার ছেলে
শরিফ আহমাদ
যে দিন তুমি এলে ধরায়
শেখ পরিবার পরম্পরায়
টুংগি পাড়া গ্রামে,
আকাশ থেকে রহম নিয়ে
ফেরেশতারা নামে ।
সেই রহমে হাসতে থাকে সব
নেচে নেচে পাখপাখালি
শোনায় কলরব ।
বুঝলো মানুষ ধীরে ধীরে
মুজিব কত ভালো
ছড়ায় জ্ঞানের আলো
দুখির পাশে ছুটে বেড়ায়
মুখ রাখে না কালো ।
তার হৃদয়ে স্বাধীনতার সাধ
তাই অন্যায়ের করে প্রতিবাদ
বীর বাঙালির মুষ্টি বদ্ধ হাত
খান সেনাদের উড়ালো বিষ দাঁত।
তার মতো কেউ হবে না আর
মুজিব মাথার মুকুট গলার হার ।
পড়ুন – জাতীয় শোক দিবসের ভাষন
স্বাধীনতার ফুল
শরিফ আহমাদ
বাংলাদেশের প্রান্ত জুড়ে
পাখপাখালির গান
দূর আকাশে তারার মেলা
যেন তুলির টান ।
তেপান্তর আর চোখ জুড়ানো
সবুজ ঘেরা মাঠ
শহর-গ্রামের ঐ জমিনে
হাজার দোকানপাট।
এঁকেবেঁকে নদী ছোটে
রুপালি দুই তীর
মসজিদ এবং বিদ্যালয়ে
হাজার লোকের ভিড়।
সুখের স্বপ্ন আঁকে সবাই
থাকে হুলস্থুল
বঙ্গবন্ধু ফুটিয়ে যান
স্বাধীনতার ফুল।
শোক দিবস
শরিফ আহমাদ
শোক দিবসের উপলক্ষে
হয় যে কত কিছু
শ্রদ্ধা নিয়ে লেখার জন্য
মাথা করি নিচু ।
প্রধানমন্ত্রীর শোকের বার্তা
পত্রিকাতে আসে
দোয়া-মাহফিল স্মরণ সভা
চোখের পাতায় ভাসে ।
বিদ্যালয় বা ক্লাবগুলোতে
নানান অনুষ্ঠানে
জাতির পিতার গল্প-কথা
সামনে সবাই আনে ।
কাঙালিভোজ জমে ওঠে
উদ্যোগী হয় সরকার
দেশ-দরদীর জন্য এটা
পালন করা দরকার।
লিখনে: শরিফ আহমাদ
ঢাকা, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ করা যাবে না। যদি কপি কেউ করেন অটো DMCA রিপোর্ট খাবেন।