এস এস সি বাংলা ১ম পত্র সাজেশন ২০২২
আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ । কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা । এস এস সি পরীক্ষা শুরু হবে আগামীকাল থেকে । আগামীকাল এস এস সি বাংলা ১ম পত্র দিয়ে শুরু হবে এস এস সি পরিক্ষা ২০২২ । আশা করি আপনাদের এই পরিক্ষা নিয়ে মোটামুটি ভালো প্রিপারেশন আছে । তারপরও আমি আজ আপনাদের প্রস্তুতি কে আরো একটু সহজ করে দিতে নিয়ে এলাম এস এস সি বাংলা ১ম পত্র সাজেশন । ssc bangla 1st paper suggestion 2022 সাজেশন পেতে আজকের লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন আশা করি কাজে লাগবে ।
এস এস সি বাংলা ১ম পত্র সাজেশন ২০২২
বাংলা-প্রথম পত্র
গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ এবং উত্তর । এই প্রশ্ন এবং উত্তরগুলোর মাধ্যমে গদ্য,
পদ্য, উপন্যাস ও নাটক সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
এস এস সি বাংলা ১ম পত্রের শর্ট সিলেবাস
নং | গদ্য | পদ্য | সহপাঠ |
১ | সুভা | বঙ্গবাণী | |
২ | বইপড়া | কপোতাক্ষ নদ | |
৩ | আম আটির ভেপু | জীবন-সঙ্গীত | |
৪ | মানুষ মুহম্মদ (স) | মানুষ | কাকতাড়ুয়া |
৫ | নিমগাছ | সেই দিন এই মাঠ | |
৬ | শিক্ষা ও মনুষ্যত্ব | পল্লিজননী | বহিপীর |
৭ | প্রবাস বন্ধ | রানার | |
৮ | মমতাদি | তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা | |
৯ | একাত্তরের দিনগুলি | আমার পরিচয় | |
১০ | সাহিত্যের রূপ ও রীতি | স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো |
ssc bangla 1st paper suggestion 2022
গদ্য থেকে ৪টি, পদ্য থেকে ৩টি, উপন্যাস থেকে ২টি এবং নাটক থেকে ২টি প্রশ্ন আসবে।
যে কোনো ৫টি গদ্য, ৪টি পদ্য এবং কাকতাড়ুয়া বা বহিপীর থেকে একটি পড়লেই
অনায়াসে ৪টি সৃজনশীল প্রশ্নের উত্তর এবং ১৫টি নৈ্যক্তিক উত্তর দেয়া যাবে ।
পাশ নম্বর:
সৃজনশীলে ৪০-এর মধ্যে পাশ নম্বর : ১৩
নৈর্বক্তিকে ১৫-এর মধ্যে পাশ নম্বর : ৫ এই টোটাল মোট ১৮
A+ পেতে হলে ৫৫-এ 8৪ পেতে হবে।
A পেতে হলে ৫৫-এ ৩৮ পেতে হবে।
A- পেতে হলে ৫৫-এ ৩৩ পেতে হবে।
গুরুত্বপূর্ণ গদ্য ও পদ্যসমূহ:যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনাই বেশি।
সুভা
রবীন্দ্রনাথ ঠাকুর
১। সুভার বাবার নাম কী?
উত্তর: বাণীকণ্ঠ।
২। সুভা কার কাছে মুক্তির আনন্দ পায়?
উত্তর: বিপুল নির্বকি প্রকৃতির কাছে।
৩। *সুভা* গল্পে একমাত্র কে সুভার মর্যাদা বুঝত?
উত্তর: প্রতাপ।
৪ । প্রতাপের প্রধান শখ কী?
উত্তর: ছিপ ফেলে মাছ ধরা ।
৫ । প্রতাপ সুভাকে কী বলে ডাকত?
উত্তর: *সু’ বলে ডাকত ।
৬ । “কিশলয়” অর্থ কী?
উত্তর: “কিশলয়” অর্থ নতুন পাতা ।
৭। সুভার মা সুভার প্রতি বিরক্ত ছিলেন কেন?
উত্তর: সুভাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করতেন বলে।
৮। ‘সুভা* গল্পে কাকে অকর্মণ্য বলা হয়েছে?
উত্তর: গৌসাইদের ছোটো ছেলে প্রতাপকে।
৯। গাভি দুইটির নাম কী?
উত্তর: সর্বশী ও পাঙ্গুলি।
১০। সুভা দুই বাহুতে কাকে ধরে রাখত?
উত্তর: ধরণি ও মূক মানবতাকে ধরে রাখতে চায়।
১১। গৌঁসাইদের ছোটো ছেলেটির নাম কী?
উত্তর: প্রতাপ ।
১২। প্রতাপ সুভার মর্যাদা বুঝতো কেন?
উত্তর: মাছ ধরার জন্য বাক্যহীন সঙ্গীই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ হওয়ার কারণে ।
১৩। সুভাদের গ্রামের নাম কী?
উত্তর: চভীপুর।
১৪। সুভা জলকুমারী হলে কী করত?
উত্তর: জল থেকে সাপের মণি প্রতাপের জন্য ঘাটে রেখে দিত।
বই পড়া
প্রমথ চৌধুরী
১। যথার্থ শিক্ষিত হতে হলে কী দরকার?
উত্তর: যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার।
২। *কেতাবি’ শব্দের অর্থ কী?
উত্তর: কেতাব বা বই অনুসরণ করে চলে যারা ।
৩। নীতির চর্চা কোথায় হয়?
উত্তর: ঘরে।
৪। সাহিত্যচ্চরি আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কী?
উত্তর: জাতির জীবনীশক্তি হাস করা।
৫ | মনের দাবি রক্ষা না হলে কী বাঁচে না?
উত্তর: মানুষের আত্মা বাঁচে না।
৬। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী?
উত্তর: ‘বীরবল’ ।
৭। যথার্থ গুরুর কাজ কী?
উত্তর: শিষ্যের আআাকে উদ্বোধিত করা এবং তার অন্তর্নিহিত
প্রচ্ছন্ন শক্তিকে ব্যক্ত করা ।
৮। কাব্যামৃতে আমাদের অরুচি ধরেছে কেন?
উত্তর: প্রচলিত শিক্ষার দোষে ।
৯। ‘বই পড়া” প্রবন্ধে কোনটির বাজার দর নেই?
উত্তর: সাহিত্যচ্চরি।
১০। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
উত্তর: প্রমথ চৌধুরী।
১১। মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কোনটি?
উত্তর: বই পড়া ।
১২। সুশিক্ষিত লোক মাত্রই কী?
উত্তর: স্বশিক্ষিত।
১৩। প্রমথ চৌধুরীর জন্ম ও মৃত্যু সাল কত?
উত্তর: জন্ম ১৮৬৮ সালে, মৃত্যু ২ সেপ্টেম্বর ১৯৪৬।
১৪। শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটি?
উত্তর: সাহিত্যচর্চা।
১৫। ‘ভীড়েও ভবানী’ অর্থ কী?
উত্তর: রিক্ত বা শূন্য।
১৬ । লেখক লাইব্রেরিকে কীসের ওপর স্থান দিয়েছেন?
উত্তর: স্কুল কলেজের ওপর ।
এস এস সি সাজেশন ২০২২ বাংলা
আম আটির ভেপু
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১। অপুর দিদির নাম কী?
উত্তর: দুর্গা ।
২। “পথের পীঁচালী গ্রন্থের লেখক কে?
৪ ‘কালমেঘ’ কী?
উত্তর: ‘কালমেঘ’ হচ্ছে যকৃতের রোগে উপকারী এক প্রকার তিক্ত স্বাদের গাছ।
€ | ‘পিজরাপোলের আসামি কী?
উত্তর: “পিজরাপোলের আসামি” হলো খাচায় পড়ে থাকা অবহেলিত আসামি ।
৬। দুর্গা রড়া ফলের বিচি কোথায় রেখেছিল?
উত্তর: আঁচলের খুঁটে বেধে রেখেছিল ।
৭। হরিহরের পুত্র কোথায় বসে খেলা করছিল?
উত্তর: রোয়াকে।
৮। ‘যাত্রাবদল’ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন ধরনের রচনা?
উত্তর: গল্পগ্রন্থ।
৯। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম কোথায়?
উত্তর: চব্বিশ পরগনা জেলার মুরারিপুর গ্রামে ।
১০। উঠানের কোন জায়গা হতে দুর্গা অপুকে ডেকেছিলঃ
উত্তর: কাঁঠালতলা হতে।
১১। ‘আম-আটির ভেপু* গল্পের সর্বজয়া কে?
উত্তর: অপু-দুর্গরি মা।
১২। আজকাল লক্ষ্মী কোথায় বাঁধা পড়েছে?
উত্তর: চাষাদের ঘরে।
১৩। হরিহর কাজ সেরে কখন বাড়ি ফিরল?
উত্তর: দুপুরের কিছু পর।
১৪। গোয়ালিনির নাম কী?
উত্তর: গোয়ালিনির নাম স্বর্ণ ।
মানুষ মুহম্মদ (স.)
মোহাম্মদ ওয়াজেদ আলী
১। মানুষ মুহম্মদ (স.) প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেয়া?
উত্তর: ‘মরু ভাক্কর’ গ্রন্থ থেকে নেয়া।
২। তায়েফের অবস্থান কোথায়?
উত্তর: সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ।
৩। ‘পুলকদীপ্তি’ অর্থ কী?
উত্তর: ‘পুলকদীপ্তি’ অর্থ আনন্দের উল্লাস।
৪। হুদায়বিয়া কী?
উত্তর: হুদায়বিয়া হলো একটি যুদ্ধক্ষেত্র যেখানে বিধমীদের সাথে
রাসূল (সা.)-এর সন্ধিপত্র স্বাক্ষরিত হয়।
৫। শহজরত’ শব্দের অর্থ কী?
উত্তর: “হিজরত শব্দের অর্থ ‘পরিত্যাগ*।
৬। ‘পৌত্তলিক’ শব্দের অর্থ কী?
উত্তর: মূর্তিপূজক।
৭| মুহম্মদ (স.) মানুষের মধ্যে শ্রেষ্ঠ কেন?
উত্তর: কারণ একমাত্র তাঁর মধ্যেই মানুষের সকল মানবীয় গুণ বিদ্যমান ।
৮। ‘বী’ শব্দের অর্থ কী?
উত্তর: বুদ্ধি।
৯। হযরত ওমর (রো.) কে ছিলেন?
উত্তর: ইসলামের দ্বিতীয় খলিফা ।
১০। উম্মে মা’বদ হযরত মুহম্মদ সে.)-এর মুখের ভাষণকে কেমন বলেছেন?
উত্তর: মধুবর্ষী।
১১। ছাত্রজীবনে মোহাম্মদ ওয়াজেদ আলী কোন আন্দোলনে যোগ দিয়েছিলেন?
উত্তর: অসহযোগ আন্দোলনে ।
১২। মোহাম্মদ ওয়াজেদ আলীর জন্ম/মৃত্যু কত সালে?
উত্তর: জন্ম ১৮৯৬ সালে, মৃত্যু ১৯৫৪ সালের ৮ই নভেম্বর।
১৩। মহানবি কোন গুণ দ্বারা মানুষের মন আকর্ষন করেছিলেন?
উত্তর: মানবীয় গুণাবলি ছারা ।
১৪। ‘রাহী* শব্দের অর্থ কী?
উত্তর: পথিক।
১৫। ‘অনুরদ্ধ’ শব্দের অর্থ কী?
উত্তর: অনুরোধ করা হয়েছে এমন।
১৬। “মানুষ মুহম্মদ (স.) প্রবন্ধে ‘স্থিতধী’ বলা হয়েছে কাকে?
উত্তর: হযরত আবু বকর (রো.) কে।
নিমগাছ
বনফুল
১। কারা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ?
উত্তর: কবিরাজরা।
২। কবিরাজ কে?
উত্তর: যিনি গাছগাছালি পরিশোধন করে রোগের চিকিৎসা করেন।
৩। বনফুলের প্রকৃত নাম কী?
উত্তর: বলাইচাদ মুখোপাধ্যায় ।
৪। ‘নিমগাছ’ কোন ধরনের গল্প?
উত্তর: প্রতীকী গল্প।
€ | “নিমগাছ’ গ্রন্থটি কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর: অদৃশ্যলোক রন্ধ্রে অন্তর্গত।
৬ | নিমের কচি পাতাগুলো অনেকে খায় কেন?
উত্তর: যকৃতের জন্য উপকারী বলে।
৭। ধনিমগাছ’ গল্পের ম্যাজিক বাক্যটি কী?
উত্তর: নর হক বর চিক
৮। লোকে নিমগাছের কচি ডাল চিবোয় কেন?
উত্তর: দাঁত ভালো থাকে বলে।
৯। কার সঙ্গে চলে যেতে ইচ্ছে হলো নিমগাছের?
উত্তর: কবির সঙ্গে।
১০। নিমগাছের থোকা থোকা ফুল দেখতে কেমন?
উত্তর: একবাঁক নক্ষত্রের মতো ।
১১। বাড়ির পাশে নিমগাছ জন্মালে কারা খুশি হন?
উত্তর: বিজ্ঞরা খুশি হন।
১২। নিমগাছটির কী ইচ্ছে হলো?
উত্তর: কবির সঙ্গে চলে যেতে।
১৩। বনফুলের জন্ম/মৃত্যু সাল কত?
উত্তর: জন্ম ১৮৯৯ সালে, মৃত্যু ১৯৭৯ সালে।
১৪। ‘ছাল’ শব্দের অর্থ কী?
উত্তর: বাকল।
শিক্ষা ও মনুষ্যত্ব
মোতাহের হোসেন চৌধুরী
১। শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি?
উত্তর: শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিই শ্রেষ্ঠ দিক।
২। শিক্ষার আসল কাজ কী?
উত্তর: মানুষকে মনুষ্যত্বলোকের সাথে পরিচয় করিয়ে দেয়া।
৩। লেফাফাদুরত্তি কী?
উত্তর: বাইরের দিক থেকে বুটি হীনতা কিন্তু ভেতরে প্রতারণা ।
৪। ক্ষুৎুপিপাসা কী?
উত্তর: ক্ষুধা ও তৃষ্তা।
৫। ‘নিগড়’ অর্থ কী?
উত্তর: ‘নিগড়’ অর্থ শিকল বা বেড়ি।
৬। জ্ঞান পরিবেশন কীসের উপায়?
উত্তর: জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায়।
৭। লোভের ফলে কীসের মৃত্যু ঘটে?
উত্তর: লোভের ফলে মানুষের আত্মিক মৃত্যু ঘটে
৮। মোতাহের হোসেন চৌধুরীর লেখায় কীসের প্রকাশ ঘটেছে?
উত্তর: মননশীলতা ও চিন্তার স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে।
৯। লেখক কোন চেষ্টাকে অভিনন্দনযোগ্য বলেছেন?
উত্তর: অর্থচিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে তাকে।
১০। মোতাহের হোসেন চৌধুরীর জন্ম/মৃত্যু সাল কত?
উত্তর: জন্ম ১৯০৩ সালে, মৃত্যু ১৯৫৬ সালের ১৮ই সেপ্টেম্বর।
১১। মানবসত্তা বলতে লেখক কী বুঝিয়েছেন?
উত্তর: মনুষ্যত্বকে বুঝিয়েছেন।
১২। জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে উঠবার মই কোনটি?
উত্তর: শিক্ষা।
১৩। ধনী-দরিদ্র সকলের অন্তরে কী ধ্বনি উ্িত হচ্ছে?
উত্তর: সকলের অন্তরে একই ধ্বনি উথ্থিত হচ্ছে: চাই, চাই আরও চাই।
১৪। মোতাহের হোসেন চৌধুরীর অনুবাদগ্ঙ্ন দুটির নাম কী?
উত্তর: ‘সভ্যতা’ এবং ‘সুখ’।
১৫। কারা কারগারকেই স্বর্গতুল্য মনে করে?
উত্তর: আলো-হাওয়ার স্বাদবঞ্চিত মানুষ ।
প্রবাস বন্ধু
সৈয়দ মুজতবা আলী
১। প্রবাস বন্ধু ভ্রমণকাহিনিটি লেখকের কোন এন্থ থেকে নেয়া?
উত্তর: ‘দেশে-বিদেশে’ গ্রন্থ থেকে নেয়া।
২। কাবুলে বরফ আসে কোথা থেকে?
উত্তর: পাগমানের পাহাড় থেকে ।
৩। ‘ওরভোয়া* কী অর্থ নির্দেশ করে?
উত্তর: ‘ওরভোয়া’ শব্দটি আবার দেখা হবে অর্থ নির্দেশ করে।
৪। রিলিফ ম্যাপের চেহারা মানে কী?
উত্তর: রিলিফ ম্যাপের চেহারা মানে শীতে-গ্রী্মে শরীরের চামড়া
চিরে ফেঁড়ে রিলিফ ম্যাপের মতো হয়ে যাওয়া ।
€ | সৈয়দ মুজতবা আলীর জন্ম/মৃত্যু সাল কত?
উত্তর: জন্ম ১৯০৪ সালের ১৩ই সেপ্টেম্বর, মৃত্যু ১৯৭৪ সালের ১১ই ফেব্ুয়ারি।
৬। ‘হরফন-মৌলা* অর্থ কী?
উত্তর: সকল কাজের কাজি ।
৭। মাংসের কোরমা কীসের মাংসে তৈরি করা হয়েছিল?
উত্তর: দুম্বার মাংসের তৈরি।
৮। পানশির কোথায় অবস্থিত?
উত্তর: পানশির উত্তর-আফগানিত্তানে অবস্থিত।
৯। “চাচা কাহিনি গ্রন্থটি কার লেখা?
উত্তর: সৈয়দ মুজতবা আলীর লেখা ।
১০। মর্তমান কলা কী?
উত্তর: মিয়ানমারের মাতববান দ্বীপে উৎপন্ন কলার জাত।
মমতাদি
মানিক বন্দ্যোপাধ্যায়
১। ‘মমতাদি’ গল্পটি কোন খন্থ থেকে নেয়া হয়েছে?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘সরীসৃপ’ গ্রন্থ থেকে নেয়া হয়েছে।
২। মমতাদি তার মাইনে কত আশা করেছিল?
উত্তর: ১২ টাকা।
৩। ‘পর্দা ঠেলে উপার্জন” কী?
উত্তর: নারীদের ঘরে থাকার প্রথা ভেঙ্গে বাইরে এসে আয়-রোজগার করা ।
৪। মমতাদির কপালের ক্ষত চিহ্টি কেমন?
উত্তর: আন্দাজে পরা টিপের মতো ।
৫ ‘অপ্রতিভ’ শব্দের অর্থ কী?
উত্তর: অপ্রস্তুত।
৬। মমতাদির ঘরে কীসের দীনতা ছিল?
উত্তর: আলো ও বাতাসের।
৭। মমতাদির মাইনে কত টাকা ঠিক হলো?
উত্তর: ১৫ টাকা ।
৮। মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কী?
উত্তর: প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়।
এস এস সাজেশন বাংলা ১ম পত্র ২০২২
৯। মমতাদি জীবনময়ের গলির কত নম্বর বাড়িতে থাকতেন?
উত্তর: সাতাশ নম্বর বাড়িতে।
১০। মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম/মৃত্যু সাল কত?
উত্তর: জন্ম ১৯০৮ সালে, মৃত্যু ১৯৫৬ সালে ওরা ডিসেম্বর।
১১। মমতাদির বাড়িতে কে কে আছে?
উত্তর: স্বামী আর এক ছেলে ।
১২। ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসটি কার লেখা?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ।
একাত্তরের দিনগুলি
জাহানারা ইমাম
১। রুমীর ছোটো ভাই এর নাম কী?
উত্তর: জামী।
২। ‘কথিকা’ কী?
উত্তর: ‘কথিকা’ হলো নির্দিষ্ট ও ক্ষুদ্র পরিসরে বর্ণনাআ্বক রচনা ।
৩। গোয়েবলস্ কে?
উত্তর: গোয়েবলস্ জার্মনি বংশোভূত হিটলারের সহযোগী ।
৪। সুজা সাহেবের ভান্তের নাম কী?
উত্তর: ডা. ফজলে রাব্বি।
৫। স্বাধীন বাংলা বেতারে আবু মোহাম্মদ আলী কার ছস্্নাম ছিল?
উত্তর: আলী যাকেরের।
৬। জেনারেল নিয়াজী কতজন সৈন্য নিয়ে আঅসমর্পণ করেন?
উত্তর: ৯৩ হাজার।
৭ ১৯৭১ সালের মে মাসের কত তারিখে মাধ্যমিক স্কুল
খোলার হুকুম হয়েছিল?
উত্তর: ৯ মে।
৮। ‘লহমায়’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘লহমায়’ শব্দের অর্থ মুহূর্তে ।
৯। যুদ্ধের সময় জামী কোন শ্রেণির ছাত্র ছিল?
উত্তর: দশম শ্রেণির ।
১০। ঢাকার কয় জায়গায় থেনেড ফেটেছে?
উত্তর: ছয় জায়গায় ।
১১। সাহিত্যকর্ম অবদানের জন্য জাহানারা ইমাম কী পুরষ্কার লাভ করেন?
উত্তর: বাংলা একাডেমি পুরস্কার ।
১২। ‘একাত্তরের দিনগুলি’ কী ধরনের এন্থ?
উত্তর: স্মৃতিচারণমূলক এন্থ।
১৩। জাহানারা ইমামের জন্ম/মৃত্যু সাল কত?
উত্তর: জন্ম ৩রা মে ১৯২৯, মৃত্যু ২৬ জুন ১৯৯৪।
সাহিত্যের রূপ ও রীতি
১। সাহিত্যের প্রধান ধারা কয়টিঃ
উত্তর: দুইটি-গদ্য ও ছন্দবদ্ধ রুপ তথা কবিতা।
২। ‘কালাপাহাড়’ কার রচিত নাটক?
উত্তর: গিরিশচন্দ্র ঘোষের রচিত নাটক।
৩। “বিসর্জন” নাটকের রচয়িতা কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
8 | এডগার আ্যালান পো কে?
উত্তর: আমেরিকার কবি, গল্পকার ও সমালোচক ।
৫ । সাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীন রূপ কোনটি?
উত্তর: নাটক।
৬। মহাকাব্য কোন কাহিনি অবলম্বনে রচিত হয়?
উত্তর: যুদ্ধবি্রহের কোনো কাহিনি অবলম্বন করে।
৭। বাংলা ভাষার সার্থক ছোটোগল্পকার কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
৮। উপন্যাস কোন রীতিতে লেখা?
উত্তর: গদ্য রীতিতে লেখা ।
৯। কার সমকালে এঁতিহাসিক উপন্যাস খুব জনপ্রিয় ছিল?
উত্তর: বঙ্কিমচন্দ্রের সমকালে।
১০। ‘প্রফুল্প’ এম্থটির রচয়িতা কে?
উত্তর: গিরিশচন্দ্র ঘোষ।
১১। গীতিকবিতা সম্পর্কিত বঙ্কিমচন্দ্রের সংজ্ঞা কোনটি?
উত্তর: “বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য,
সেই কাব্যই গীতিকাব্য’।
১২। হায়াৎ মামুদ কত সালে জন্মথ্হণ করেন?
উত্তর: ২রা জুলাই ১৯৩৯।
১৩। ‘বহিপীর’ কোন ধরনের নাটক?
উত্তর: ‘বহিপীর’ দুই অঙ্কের একটি সামাজিক নাটক।
বঙ্গবাণী
আবদুল হাকিম
১। কবি কাদের জন্মপরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন?
উত্তর: মাতৃভাষা বাংলার প্রতি বিদ্বেষ পোষণকারীদের।
২। “হিন্দুর অক্ষর’ কী?
উত্তর: হিন্দুর অক্ষর হলো বাংলা ভাষা ।
৩। “বঙ্গবাণী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
উত্তর: ‘নূরনামা’ কাব্যগ্রন্থ থেকে।
৪। কারা হিন্দুর অক্ষরকে হিংসা করে?
উত্তর: মারফত জ্ঞানহীন ব্যক্তিরা হিন্দুর অক্ষরকে হিংসা করে।
“জুয়ায়’ অর্থ কী?
উত্তর: ‘জুয়ায়’ শব্দের অর্থ জোগায়।
৬। ‘হাবিলাষ’ শব্দের অর্থ কী?
উত্তর: অভিলাষ বা প্রবল ইচ্ছা।
৭। মধ্যযুগের অন্যতম প্রধান কবি কে ছিলেন?
উত্তর: আবদুল হাকিম।
৮। কবি আবদুল হাকিমের জন্ম/মৃত্যু সাল কত?
উত্তর: জন্ম আনুমানিক ১৬২০ সালে, মৃত্যু ১৬৯০ সালে।
৯। ‘নূরনামা* কাব্যশ্রহ্থটি কে রচনা করেছেন?
উত্তর: কবি আবদুল হাকিম।
১০। কবি ‘নির্জন’ শব্দটি কোন অর্থে ব্যবহার করেছেন?
উত্তর: সৃষ্টিকর্তাকে বোঝাতে ব্যবহার করেছেন।
১১। “ছিফত’ শব্দের অর্থ কী?
উত্তর: “ছিফত’ শব্দের অর্থ গুণ।
১২। কোন শাস্ত্রের প্রতি কবির রাগ নেই?
উত্তর: আরবি-ফারসি শাস্ত্রের প্রতি।
কপোতাক্ষ নদ
মাইকেল মধুসূদন দত্ত
১। মাইকেল মুধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি?
উত্তর: ‘মেঘনাদ-বধ কাব্য’।
২। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবির কোন ভাব প্রকাশ পেয়েছে?
উত্তর: অত্যুজ্্ল দেশপ্রেম।
৩। সনেটের অষ্টকে মূলত কী রয়েছে?
উত্তর: অষ্টকে রয়েছে ভাবের প্রবর্তনা ৷
৪। অষ্টক কী?
উত্তর: অষ্টক হলো চতুর্দশপদী কবিতার প্রথম আট চরণ।
€। “কপোতাক্ষ নদ’ কবিতার প্রথম আট চরণের অন্তযমিল কী?
উত্তর: কখকখ কখখক।
৬। সব সময় কবির কার কথা মনে পড়ে?
উত্তর: কপোতাক্ষ নদের কথা মনে পড়ে ।
৭। বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন করেন কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
৮। কিসের ছলনায় কবি কান জুড়ান?
উত্তর: ভ্রান্তির ছলনায়।
৯। সনেটের ষটকে কী প্রকাশ পায়?
উত্তর: ঘটকে ভাবের পরিণতি প্রকাশ পায়।
১০। মাইকেল মধুসূদন দত্তের জন্ম/মৃত্যু সাল কত?
উত্তর: জন্ম ২৫শে জানুয়ারি ১৮২৪, মৃত্যু ২৯শে জুন ১৮৭৩।
১১। কবি ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ হন কেন?
উত্তর: পাশ্চাত্য জীবনের প্রতি প্রবল আগ্রহ এবং ইংরেজি
ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগের কারণে ।
১২। ‘সতত’ কথাটির অর্থ কী?
উত্তর: ‘সতত’ কথাটির অর্থ সর্বদা ।
১৩। কবি কত সালে খরিস্টধর্মে দীক্ষিত হন?
উত্তর: ১৮৪৩ সালে।
১৪। মধুসূদন কোন কলেজে ভর্তি হন?
উত্তর: কলকাতার হিন্দু কলেজে ।
জীবন-সঙ্গীত
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
১। জীবনের উদ্দেশ্য কী নয়?
উত্তর: সুখের আশায় বিপদ ডেকে আনা জীবনের উদ্দেশ্য নয়।
২। ‘বাহ্যদৃশ্য’ শব্দের অর্থ কী?
উত্তর: বাইরের জগতের চাকচিক্যময় রূপ বা জিনিস।
৩। “দারা শব্দের অর্থ কী?
উত্তর: “দারা’ শব্দের অর্থ স্ত্রী।
৪ | আমাদের জীবন কীসের মতো ক্ষণস্থায়ী?
উত্তর: শৈবালের নীরের মতো ।
৫ | ‘জীবন-সঙ্গীত’ কবিতা ইংরেজি কোন কবিতার অনুবাদঃ
উত্তর: 4 [58117 011169+ ইংরেজি কবিতার ভাবানুবাদ।
৬। কবি কোন দৃশ্যে ভুলতে নিষেধ করেছেন?
উত্তর: কবি বাহ্যদৃশ্যে ভুলতে নিষেধ করেছেন।
৭| ‘ধ্বজা’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘ধ্বজা’ শব্দের অর্থ পতাকা।
৮। স্বদেশপ্রেমের অনুপ্রেরণায় হেমচন্দ্র কোন মহাকাব্য রচনা করেন?
উত্তর: ‘বৃত্রসংহার’ নামক মহাকাব্য ।
৯। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম ও মৃত্যু সাল কত?
উত্তর: ১৭ এপ্রিল ১৮৩৮-২৪ মে ১৯০৩।
১০। ‘বীর্যবান’ শব্দের অর্থ কী?
উত্তর: শক্তিমান।
১১। “মহিমা” শব্দের অর্থ কী?
উত্তর: গৌরব।
১২। ‘আকিঞ্জচন’ শব্দের অর্থ কী?
উত্তর: চেষ্টা বা আকাঙ্কা।
কাজী নজরুল ইসলাম
১। কালাপাহাড়ের প্রকৃত নাম কী?
উত্তর: রাজাচন্দ্র বা রাজকৃষ্ণ।
২। ক্ষুধার ঠাকুর কে?
উত্তর: ক্ষুধার ঠাকুর বলতে ক্ষুধার্ত মানুষকে দেবতাজ্ঞান করা হয়েছে।
৩। মোল্লা সাহেব মুসাফিরকে কী প্রশ্ন করেছিল?
উত্তর: ‘নমাজ পড়িস বেটা?
৪। গোস্ত-রুটি নিয়ে কে মসজিদে তালা দিলো?
উত্তর: মোল্লা সাহেব।
€ | কবি কেন কালাপাহাড়কে আহবান জানিয়েছেন?
উত্তর: ভজনালয়ের তালা দেওয়া দ্বার ভেঙে ফেলার জন্য ।
৬। ‘পান্থ’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘পান্থ’ শব্দের অর্থ-পথিক।
৭। মুসাফির কত বছর প্রভূকে ডাকেনিঃ
উত্তর: আশি বছর।
৮। ‘মানুষ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
উত্তর: ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থ থেকে।
৯। কাজী নজরুল ইসলামে জন্ম/মৃত্যু সাল কত?
উত্তর: ২৪ মে ১৮৯৯-২৯ আগস্ট ১৯৭৬।
১০। কবি কীসের গান গেয়েছেন?
উত্তর: সাম্যের গান।
১১। ‘মানুষ’ কবিতায় পথিকের বন্ত্র কীরুপ ছিল?
উত্তর: পথিকের বন্ত্র ছিল জীর্ণ।
১২। মসজিদে কে তালা দিল?
উত্তর: মোল্লা সাহেব।
১৩। সাম্য অর্থ কী?
উত্তরঃ সাম্য অর্থ সমতা ।
১৪। ‘আজারি’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘আজারি’ শব্দের অর্থ-রুগ্ণ।
১৫। গজনি মামুদ কে?
উত্তর: গজনির সুলতান মাহমুদ ।
সেইদিন এই মাঠ
জীবনানন্দ দাশ
১। চালতাফুল কীসের জলে ভিজবে?
উত্তর: শিশিরের জলে ।
২। লক্ষ্মীপেচা কার জন্য গান গাবে?
উত্তর: লক্ষ্মীপেচা তার লক্ষ্মীটির জন্য গান গাইবে।
৩। কী ধুলো হয়ে গেছে?
উত্তর: এশিরিয়া ধুলো হয়ে গেছে।
৪ | ‘সেইদন এই মাঠ’ কবিতার মুল বক্তব্য কী?
উত্তর: মানুষ নশ্বর কিন্তু মানুষের স্বপ্ন এবং প্রকৃতির সৌন্দর্য অবিনশ্বর ।
৫। চরের খুব কাছে এসে কী লেগেছে?
উত্তর: খেয়ানৌকাগুলো চরের খুব কাছে এসে লেগেছে।
৬ কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে?
উত্তর: চালতা ফুল।
৭। জীবনানন্দ দাশের মায়ের নাম কী?
উত্তর: কুসুমকুমারী দাশ।
৮ । কবিতায় মানুষের তৈরি কোন সভ্যতা বিলীন হওয়ার কথা আছে?
উত্তর: এশিরীয়া ও বেবিলন।
৯। জীবনানন্দ দাশের মৌলিক প্রেরণা কী?
উত্তর: প্রকৃতির রহস্যময় সৌন্দর্য।
১০। জীবনানন্দ দাশের জন্ম/মৃত্যু সাল কত?
উত্তর: ১৮৯৯-২২ অক্টোবর ১৯৫৪।
১১। কবিতায় উল্লিখিত দুটি সভ্যতার নাম কী?
উত্তর: এশিরীয়া ও বেবিলন।
১২। জীবনানন্দ দাশকে কীসের কবি বলা হয়?
উত্তর: প্রকৃতির কবি।
. পররিজলী |
জসীম উদ্দীন
১। ‘পল্লিজননী’ কবিতার মূলকথা কী?
উত্তর: ‘পল্িজননী’ কবিতার মূলকথা হলো অপত্যস্রেহের অনিবার্য আকর্ষণ।
২। কোথা থেকে পচা পাতার ঘ্বাণ আসছে?
উত্তর: এঁদো ডোবা থেকে।
৩। ‘পল্লিজননী’ কবিতায় সাত-নরি সিকা ভরে কী রাখার কথা হয়েছে?
উত্তর: ট্যাপের মোয়া ।
৪। বুনো পথে কারা কুয়াশা কাফন ধরে চলে?
উত্তর: জোনাকি মেয়েরা ।
৫ | ‘পল্লিজননী’ কবিতাটি জসীম উদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর: ‘রাখালী’ কাব্যগ্রন্থ থেকে।
৬। ‘পল্লিজননী’ কবিতায় কোন পাখির ডাক অকল্যাণকর?
উত্তর: হুতুম পাখির ডাক অকল্যাণকর।
৭। মাটির প্রদীপের তেল কীভাবে ফুরায়ে এসেছে?
উত্তর: আঁধারের সাথে যুঝিয়া মাটির তেল ফুরায়ে এসেছে।
৮। মা নামাজের ঘরে কী মানে?
উত্তর: মোমবাতি ।
৯। কবি জসীমউদ্দীন কোন কৰি নামে খ্যাত?
উত্তর: পল্িকবি।
১০। জসীম উদ্দীনের জন্ম/মৃত্যু সাল কত?
উত্তর: ১৯০৩-১৪ মার্চ ১৯৭৬
১১। ছেলে ট্যাপের মোয়া বেঁধে কীসে ভরে রাখতে বলেছে?
উত্তর: সাত-নরি সিকায় ভরে রাখতে বলেছে।
১২। কবি জসীম উদৃদীনের গ্রামের নাম কী?
উত্তর: তান্ুলখানা।
১৩। ঘরের চালে কী ডাকে?
উত্তর: হুতুম ডাকে।
১৪। “আড়ং শব্দের অর্থ কী?
উত্তর: মেলা ।
১৫। ‘পল্লিজননী’ কবিতায় কোন ফলের কথা বলা হয়েছে?
উত্তর: বেথুল ফল।
রানার
সুকান্ত ভট্টাচার্য
১। রানারের কাছে সহানুভূতির চিঠি পাঠাবে কে?
উত্তর: ভোরের আকাশ।
২। রানার দস্যুর চেয়ে বেশি ভয় পায় কাকে?
উত্তর: সূর্য ওঠাকে।
৩। রানার কি কাজ নিয়েছে?
উত্তর: নতুন খবর আনার কাজ নিয়েছে।
৪ । রানার কীসের বোঝা হাতে নিয়ে চলেছে?
উত্তর: খবরের বোঝা ।
৬। সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন?
উত্তর: মাত্র ২১ বছর বয়সে ।
৭। ‘রানার’ কবিতায় বনকে কীসের সাতে তুলনা করা হয়েছে?
উত্তর স্বপ্নের সাথে।
৮। ‘রানার’ কবিতাটিতে হরিণ কী হিসেবে ব্যবহৃত হয়েছে?
উত্তর: উপমা হিসেবে ব্যবহৃত হয়েছে।
৯। রানারের দুন্ধখৈর কথা কোথায় ঢাকা পড়ে থাকবেই?
উত্তর: কালো রাত্রির খামে ।
১০। কবিতায় কাদের প্রতি গভীর মমতার প্রকাশ ঘটেছে?
উত্তর: নিপীড়িত গণমানুষের প্রতি ।
১১। সুকান্ত ভট্টাচার্যের জন্ম/মৃত্যু সাল কত?
উত্তর: ১৫ আগস্ট ১৯২৬-১৩ মে ১৯৪৭
১২। রানারের ক্রান্তশ্থাস কী ছুঁয়েছে?
উত্তর: আকাশ ছুঁয়েছে।
১৩ । রানারের গন্তব্য কোথায়?
উত্তর: শহরে।
১৪। ‘দুর্বরি’ শব্দের অর্থ কী?
উত্তর: যাকে নিবারণ করা যায় না।
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
শামসুর রাহমান
১। অবুঝ শিশু কোথায় হামাগুড়ি দিলো?
উত্তর: পিতা-মাতার লাশের ওপর ।
২। থুথুরে বুড়োর চোখের নিচে কী ছিল?
উত্তর: অপরাহের দুর্বল আলোর ঝিলিক।
৩। জলপাই রঙের ট্যাঙ্ক কীভাবে এলো?
উত্তর: দানবের মতো চিৎকার করতে করতে।
৪। ‘খান্ডবদাহন’ শব্দের অর্থ কী?
উত্তর: ভীষণ অগ্নিকান্ড।
৫। শামসুর রাহমানের কবিতার বৈশিষ্ট্য কী?
উত্তর: নগরকেন্ট্রিকতা।
৬। কবিতায় সার্থকভাবে কী প্রকাশ পেয়েছে?
উত্তর: অতি আধুনিক কাব্যধারার বৈশিষ্ট্য ।
৭। প্রভুর বাস্তভিটার ভগ্নস্তুপে দাঁড়িয়ে আর্তনাদ করে কে?
উত্তর: একটা কুকুর।
৮ । অধীর আগ্রহে সবাই বসে আছে কীসের প্রতীক্ষায়?
উত্তর: স্বাধীনতার প্রতীক্ষায়।
৯। জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোক কে?
উত্তর: কেষ্ট দাস।
১০। কবি শামসুর রাহমানের জন্ম/মৃত্যু সাল কত?
উত্তর: ২৪ অক্টোবর ১৯২৯-১৭ আগস্ট ২০০৬।
১১। স্বাধীনতার জন্য কার কপাল ভাঙল?
উত্তর: সাকিনা বিবির।
১২। ঢাকার রিকশাওয়ালার নাম কী?
উত্তর: বুস্তম শেখ।
এস এস বাংলা ১ম পত্র প্রশ্ন ২০২২
১৩। সগীর আলী কোন অঞ্চলের কৃষক?
উত্তর: শাহবাজপুরের কৃষক।
১৪। ‘যত্রতত্র’ শব্দের অর্থ কী?
উত্তর: যেখানে সেখানে, সব জায়গায়।
আমার পরিচয়
সৈয়দ শামসুল হক
১। বাঙালি জাতির বীজমন্ত্র কোনটি?
উত্তর: ‘সবার উপরে মানুষ সত্য , তাহার উপরে নাই:।
২। কৈবর্ত বিদ্রোহ কার বিরুদ্ধে হয়েছিল?
উত্তর: মহীপালের বিরুদ্ধে হয়েছিল।
৩। ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কোন ধরনের সাহিত্যকর্ম?
উত্তর: সৈয়দ শামসুল হকের একটি নাটক।
৪। কবি কোন যুগের চিত্রকলা থেকে আসার কথা বলেছেনঃ
উত্তর: পালযুগের।
৫। বাংলাদেশ শিল্পকলা আন্দোলনের পথিকৃৎ কে?
উত্তর: শিল্পাচার্য জয়নুল আবেদিন।
৬ মন্দির-বেদি কোথায় অবস্থিতঃ
উত্তর: জোড়বাংলায় অবহ্থিত।
৭। তিতুমীর কত সালে জন্মঘরহণ করেন?
উত্তর: ১৭৮২ সালে।
৮। ‘সোনা-মসজিদ’ কোন জেলায় অবস্থিত?
উত্তর: চাপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত।
৯। সৈয়দ শামসুল হক কোন জেলায় জন্ম্হণ করেন?
উত্তর: কুড়িথ্াম জেলায় ।
১০। সৈয়দ শামসুল হকের জন্ম/মৃত্যু সাল কত?
উত্তর: ২৭ ডিসেম্বর ১৯৩৫- ২৭ সেপ্টেম্বর ২০১৬
১১। কবি কোন পথ দিয়ে হাজার বছর পথ চলার কথা বলেছেন?
উত্তর: বাংলার আলপথ দিয়ে ।
১২। ‘মহুয়ার পালা’ কী?
উত্তর: মৈমনসিংহ গীতিকার একটি পালা।
স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো
নির্মলেন্দু গুণ
১। দিগন্ত প্রাবিত মাঠ কীসে ঢাকা ছিল?
উত্তর: দুর্বদিলে ঢাকা ছিল।
২। “বজ্রকণ্ঠ বাণী’ অর্থ কী?
উত্তর: ‘বস্তরকণ্ঠ বাণী’ অর্থ সহজে উদ্দীপ্ত করে এমন দ্যুতিময় বঙ্গবন্ধুর বাণী ।
৩। বঙ্গবন্ধু কার মতো দৃপ্ত পায়ে হেটে জনতার মঞ্চে দাঁড়িয়েছিলেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের মতো।
৪। বর্তমান শিশুপার্কের ভ্বানে আগে কী ছিল?
উত্তর: রেসকোর্স ময়দান ছিল ।
€। প্রানের সবুজ কী?
উত্তর: প্রাণের সবুজ হলো প্রাণের সজীবতা ও তারুণ্য ।
৬। একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে
কারা বসে আছে?
উত্তর: লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা।
৭। ছোটদের জন্য লেখা নির্মলেন্দু গুণের গ্রন্থটির নাম কী?
উত্তর: ‘কালো মেঘের ভেলা’।
৮। কবিতায় কাকে কবিরূপে কল্পনা করা হয়েছে?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ।
৯। কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনীতির কবি আখ্যা দেয়?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের ‘নিউজ উইক” পত্রিকা ।
১০। নির্মলেন্দু গুণ কত সালে জন্মথথহণ করেন?
উত্তর: ১৯৪৫ সালে।
১১। ‘উিদ্যান’ অর্থ কী?
উত্তর: বাগান।
১২। উলঙ্গ কৃষক কাদের বলা হয়েছে?
উত্তর: খালি গায়ের দরিদ্র গ্রামীণ কৃষকদের ।
১৩। কবি কাদের আগামী দিনের কবি বলেছেন?
উত্তর: অনাগত শিশুদের ।
১। শান্তি কমিটির চেয়ারম্যান কে?
উত্তর: আহাদ মুলসি।
২। তিনুর বয়স কত?
উত্তর: দেড় বছর।
৩। শামুকের খোলটা কীসের মতো লাগে বুধার?
উত্তর: লোহার টুপির মতো ।
৪। বুধা দু্খকে কী ভাবে?
উত্তর: হিহ্ন শকুন ভাবে।
৫। “কাকতাড়ুয়া” উপন্যাসে বর্ণিত মুক্তিবাহিনীর কমান্ডার কে?
উত্তর: শাহাবুদ্দিন।
৬ । কে বুধাকে মানিক রতন ডাকে?
উত্তর: হরিকাকু।
৭। অপূর্ব চোখ ছিল কার?
উত্তর: বিনুর।
৮। বুধা ঘুমের মধ্যে কীসে স্বপ্ন দেখে?
উত্তর: স্বাধীনতার স্বপ্ন দেখে।
৯। বুধা আলির কাছ থেকে কেরোসিন এনেছিল কেন?
উত্তর: আহাদ মুন্সির বাড়ি পুড়িয়ে দেয়ার জন্য ।
১০। উপন্যাসের আখ্যানভাগ কী?
উত্তর: উপন্যাসের আখ্যানভাগ হলো এর কাহিনি ।
১১। “কাকতাড়ুয়া” উপন্যাসে ছবি আঁকার মানুষ কে?
উত্তর: শাহাবুদ্দিন।
১২। উপন্যাসে মিঠুর ভাইয়ের নাম কী?
উত্তর: মধু।
১৩। শাহাবুদ্দিন কার ছবি আঁকবে?
উত্তর: বুধার ছবি আকে।
১৪। বাঙ্কারের তদারকি করছিল কে?
উত্তর: আহাদ মুন্সির ছেলে মতিউর।
১৫। মিলিটারি কীভাবে গাঁয়ে প্রবেশ করে?
উত্তর: জিপে করে গুলি ছুড়তে ছুড়তে ।
১৬। মধু বুধাকে কী বলে?
উত্তর: মধু বুধাকে বানর বলে।
১৭। আহাদ মুন্সির ছেলের নাম কী?
উত্তর: মতিউর।
১৮। বুধা কোথায় বসে রেডিওতে ৭ মার্চের ভাষণ শুনেছিল?
উত্তর: কানু দয়ালের বাড়িতে বসে।
১৯। ‘জননী’ উপন্যাস কার লেখা?
উত্তর: সেলিনা হোসেনের
২০। “কাকতাড়ুয়া উপন্যাসের প্রধান চরিত্র কে?
উত্তর: বুধা।
২১। নিজের নিয়মে বড় হয়েছে কে?
উত্তর: বুধা।
২২। বুধা প্রায়ই কী সাজত?
উত্তর: কাকতাড়ুয়া ।
২৩। বুধারা কয় ভাই বোন?
উত্তর: পাঁচ ভাই বোন।
২৪। বুধা কীভাবে গান শিখেছে?
উত্তর: আখড়ায় গান শুনে শুনে ।
২৫। বুধার দৃষ্টিতে লোহার টুপি পড়া মানুষেরা কী করেঃ
উত্তর: মানুষের মগজ খায়।
বহিপীর
সৈয়দ ওয়ালিউল্লাহ
১। ‘বহিপীর’ নাটকের কেন্দ্রীয় চরিত্র কোনটি?
উত্তর: বহিপীর।
২। নাটকের উপাদান কয়টি?
উত্তর: চারটি ।
৩। ‘বহিপীর’ নাটকটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯৬০ সালে।
৪। ‘একজন চেঁচামেচি করে আর একজন কাঁদে’-উক্তিটি কার?
উত্তর: উক্তিটি জমিদার হাতেম আলির।
৫ বহিপীরের বয়স কত?
উত্তর: প্ঝাশ বছরের কিছু বেশি।
৬। নাটকের প্রাণ কী?
উত্তর: নাটকের প্রাণ হলো সংলাপ।
৭। ‘বহিপীর’ নাটকের প্রথম সংলাপ কার?
উত্তর: হাশেমের।
৮ । কোন আইনে হাতেম আলির জমিদারি নিলামে উঠেছিল?
উত্তর: সূর্যত্তি আইনে ।
৯। আ্যারিস্টটল নাটকে কয়টি এক্যের কথা বলেছেন?
উত্তর: তিনটি ।
১০। সামান্য প্রেহ না থাকলে কী মারা যায়?
উত্তর: রুহ মারা যায়।
পড়ুন – ডিগ্রি রেজাল্ট দেখার নিয়ম
১১। হাতেম আলি শহরে এসেছিলেন কেন?
উত্তর: বাল্যবন্ধু আনোয়ার উদ্দিনের কাছ থেকে টাকা লাভের আশায়।
১২। হাশেম আলি কীসের ব্যবসা করতে চেয়েছিল?
উত্তর: ছাপাখানার ব্যবসা ।
১৩। শহরে বহিপীরের কয়জন মুরিদ আছেন?
উত্তর: জনা তিনেক।
১৪। তাহেরার মতে পীর সাহেব কেমন লোক?
উত্তর: বুদ্ধিমান লোক।
১৫। হাতেমের বাল্যবন্ধুর নাম কী?
উত্তর: আনোয়ার উদ্দিন।
১৬। ‘বহিপীর’ নাটকটি কীসের বিশ্বস্ত দলিল?
উত্তর: বাঙালি মুসলমান সমাজে প্রচলিত পীরপ্রথার একটি বিশ্বস্ত দলিল।
১৭। ‘খোদার ভেদ বোঝা সত্যই মুশকিল’-উক্তিটি কার?
উত্তর: উক্তিটি বহিপীরের।
১৮। বহিগীরের বাড়ি কোথায়?
উত্তর: উত্তর সুনামগঞ্জে।
১৯। সর্বদা বহিপীরের কী করার অভ্যাস?
উত্তর: ওয়াজ-নছিহত করার অভ্যাস।
২০। ‘বহিপীর’ নাটকে কুসংক্ষারাচ্ছান্ন ও অত্যন্ত ধর্মভীরু চরিত্র কোনটি?উত্তর: খোদেজা।
এস এস সি সাজেশন ২০২২ ভিডিও
এস এস সি সাজেশন ২০২২ PDF
[box type=”download” align=”aligncenter” class=”” width=””]DOWNLOAD SSC SUGGESTION[/box]
শেষকথাঃ
আশা করি আজকের আয়োজনটি আপনাদের ভালো লেগেছে । এরকম আরো পোষ্ট পেতে আমাদের সাথেই থাকো । ভালো করে পরিক্ষা দাও ভালো রেজাল্ট করো এই প্রত্যাশা । ধন্যবাদ
ট্যাগঃ এস এস সি বাংলা ১ম পত্র
এস এস সি বাংলা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন সুভা
এস এস সি বাংলা ১ম পত্র সাজেশন ২০২২
এস এস সি বাংলা ১ম পত্র সিলেবাস ২০২২