ঝড়ের সময় পড়ার দোয়া মাওলানা শরিফ আহমাদ

ঝড়ের সময় পড়ার দোয়া

 

সুপ্রিয় পাঠক বন্ধুরা । বৃষ্টি ঝড়ের সময় পড়ার কিছু উপকারি দোয়া আছে। দোয়াগুলোর উচ্চারণ, অনুবাদ এবং দোয়াগুলোর সূত্রসহ উল্লেখ করা হচ্ছে । আশা করছি আপনাদের কাজে লাগবে । ইনশাআল্লাহ । উপকৃত হলে শেয়ার করতে পারেন ।

 

 

ঝড়ের সময় পড়ার দোয়া

 

اَللّٰهُمَّ صَيِّبًا نَافِعًا.

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা সয়্যিবান নাফিয়ান।

অনুবাদ: হে আল্লাহ! আমরা তোমার নিকট ঐ সকল বস্তুর অনিষ্ট থেকে পানাহ চাচ্ছি, যাকে এ মেঘ বহন করে এনেছে।

(সহীহ বুখারী, হাদীস নং ১০৩২/ সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৩৮৮৯/ সুনানে আবু দাঊদ, হাদীস নং ৫০৯৯)

 

বেশি বৃষ্টির সময় পড়ার দোয়া

 

اَللّٰهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা হাওয়া লাইনা ওলা আলাইনা ।

অনুবাদ: হে আল্লাহ! এ বৃষ্টি আমাদের আশপাশে (যেখানে প্রয়োজন) বর্ষণ করুন এবং আমাদের উপর বর্ষণ করবেন না।

(সহীহ বুখারী, হাদীস নং ১০২০/ সহীহ মুসলিম, হাদীস নং ৮৯৭)

 

প্রচন্ড ঝড়-বাতাসের সময় পড়ার দোয়া

 

اَللّٰهُمَّ اِنِّىْ اَسْاَ لُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيْهَا وَخَيْرَ مَا اُرْسِلَتْ بِهٖ وَاَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيْهَا وَشَرِّ مَا اُرْسِلَتْ بِهٖ.

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আস আলুকা খইরহা ওয়া খইরমা ফি হা ওয়া খইরমা উরসিলাত বিহি ,ওয়া আউযু বিকা মিন শাররহা ওয়া শাররমা ফি হা ওয়া শাররমা উরসিলাত বিহি ।

অনুবাদ: হে আল্লাহ! আমি আপনার নিকট এই বাতাসের কল্যাণ ও এর মধ্যে যা আছে তার কল্যাণ এবং যা সহ তা প্রেরিত হয়েছে তার কল্যাণ চাচ্ছি। আর আপনার কাছে এর অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি।

(সহীহ মুসলিম, হাদীস নং ৮৯৯)

 

মেঘের গর্জন শুনলে/ বজ্রপাত সময় পড়ার দোয়া

 

اَللّٰهُمَّ لاَ تَقْتُلْنَا بِغَضَبِكَ وَلَا تُهْلِكْنَا بِعَذَابِكَ وَعَافِنَا قَبْلَ ذٰلِكَ.

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা লা তাকতুল না বিগদবিকা ,ওয়া লা তুহলিকনা বিয়াজাবিকা ,ওয়া ফিনা কবলা জালিকা ।

অনুবাদ: হে আল্লাহ! দয়া করে আপনি আমাদেরকে আপনার গযবের দ্বারা মৃত্যু দিবেন না এবং আপনার আযাব দ্বারা ধ্বংস করবেন না। বরং এর পূর্বেই আমাদেরকে শান্তি ও নিরাপত্তা দান করুন।

(সুনানে তিরমিযী, হাদীস নং ৩৪৫০/ মুসনাদে আহমাদ, হাদীস নং ৫৭৬৩)

 

আকাশ মেঘাচ্ছন্ন দেখলে পড়ার দোয়া

 

اَللّٰهُمَّ اِنَّا نَعُوْذُبِكَ مِنْ شَرِّمَا اُرْسِلَ بِهٖ.

বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিন শাররমা উরসিলাত বিহি।

 

অনুবাদ: হে আল্লাহ! আমরা আপনার নিকট ঐ সকল অনিষ্ট হতে পানাহ চাচ্ছি, যাকে এ মেঘ বহন করে এনেছে।

(সহীহ মুসলিম, হাদীস নং ৮৯৯/ সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৩৮৮৯)

 

প্রিয় পাঠক বন্ধুরা । আরো কোন বিষয়ে দোয়া প্রয়োজন হলে কমেন্ট করেন । দ্রুত লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ । ভালো থাকুন । সুস্থ থাকুন । অত্র সাইটের সঙ্গে থাকুন ।

 

গ্রন্থনা: মাওলানা শরিফ আহমাদ

লেখক ও শিক্ষক