মার্কশীট সহ এসএসসি রেজাল্ট ২০২২ দেখার নিয়ম

এসএসসি রেজাল্ট ২০২২ দেখার নিয়ম [ মার্কশীট সহ ]

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ । কেমন আছেন প্রিয় ।  আজকে আমি আপনাদের সাথে বলবো এস সি রেজাল্ট দেখার নিয়ম নিয়ে । কিভাবে আপনি ঘরে বসে মোবাইল দিয়ে এস এস সি রেজাল্ট দেখতে পারবেন । কিভাবে আপনি এস এম এস মাধ্যমে এস এস সি রেজাল্ট বের করবেন সে সমস্থ বিষয় নিয়েই আজকের পোষ্ট সাজিয়েছি ।

আজকের এই পোষ্ট শেষ পর্যন্ত পড়লে আপনি সকল বোর্ডের মার্কশীট সহ এস এস সি রেজাল্ট দেখার নিয়ম জানতে পারবেন ইনশাআল্লাহ । তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি মুল আলোচনা ।

এসএসসি রেজাল্ট দেখার নিয়ম 

 

এস এস সি রেজাল্ট দেখতে প্রথমে http://www.educationboardresults.gov.bd/ এই ওয়েবসাইটে ভিজিট করুন । এবং পরিক্ষার নাম , রোল নাম্বার সহ সকল তথ্য পুরন করে সাবমিট করুন । আরো বিস্তারিত জানতে পোষ্টটি শেষ পর্যন্ত পড়ুন ।

এসএসসি রেজাল্ট দেখার নিয়ম 2022

 

এসএসসি রেজাল্ট প্রকাশ হবার সাথে সাথে বা দ্রুত Ssc Result দেখার জন্য আমরা দুটি পদ্ধতি অনুসরণ করতে পারি ।

১। অনলাইনের মাধ্যমে 

২ । মোবাইল থেকে মেসেজ এর মাধ্যমে 

আমরা দুটি মাধ্যম দিয়েই একদম বাস্তবে দিখিয়ে দেব কিভাবে আপনি এসএসসি রেজাল্ট বের করতে পারবেন মার্কশীঠ সহ ।

প্রথমেই আমরা জানবো অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে এসএসসি রেজাল্ট বের করতে পারবেন । অনলাইনের মধ্যেমে আপনি এসএসসি রেজাল্ট দেখতে চাইলে আপনার নেট কানেকশণ লাগবে এবং লাগবে একটি ডিভাইস হোক সেটা কম্পিউটার ল্যাপটপ বা মোবাইল ।

এস এস সি রেজাল্ট কবে দিবে জানুন

Ssc Result 2022 Kivabe Dekben?

 

অনেকেই প্রশ্ন করে এস এস সি রেজাল্ট ২০২২ কিভাবে দেখবো ? যাদের মনে এই প্রশ্ন তাদের কে বলছি পোষ্টটি মনযোগ দিয়ে পড়ুন তাহলেই আপনি নিজেই অনলাইনের মাধ্যমে এস এস সি ফলাফল বের করে দেখতে পারবেন ।

অনলাইনে Ssc Result দেখার আবার দুটি ওযেবসাইট আছে  ।আপনি চাইলে যেকোন একটি ওয়েব সাইটের মাধ্যমে আনার এসএসসি রেজাল্ট জানতে পারবেন ।

 

এসএসসি রেজাল্ট ২০২২ দেখার নিয়মঃ

 

Ssc Result দেখতে হলে প্রথমে আপনি এই লিংকে চলে যান । http://www.educationboardresults.gov.bd/  এই ওয়েব সাইটে প্রবেশ করলে আপনি নিচের মত চিত্র দেখতে পারবেন ।

 

এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

 

এবার আপনি Examination এর অপশনে SSC/Dhakil সিলেক্ট করুন । Year এর অপশনে 2022 সিলেক্ট করুন ।

Board এর জায়গায় আপনার নিজ শিক্ষাবোর্ড এর নাম লিখুন । এর পর রোল নং রেজিষ্টেশন নাম্বার এবং নিচের সংখ্যা দুটির যোগফল মিলিয়ে সাবমিট করুন ।

ssc result 2022
ssc result 2022

সাবমিট করার পর আপনি নিচে আপনার কাঙ্খিত ফলাফল দেখতে পাবেন মার্কশীট সহ । এরপর সেটা আপনি চাইলে প্রিন্ট অপশন থেকে প্রিন্ট করে নিতে পারেন । রেজাল্ট এখনো প্রকাশ হয়নি তাই একদম প্যাক্টিক্যাল দেখাতে পারলাম না তার জন্য আমি আন্তরিকভাবে দুখিঃত এবং ক্ষমা পার্থী ।

 

এসএসসি রেজাল্ট ২০২২ দেখার সহজ  নিয়মঃ

 

আমি বলেছিলাম অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার জন্য দুটি ওয়েব সাইট পাওয়া যায় । তার একটি নিয়ে উপরে লিখেছি ।এবার দ্বীতিয় যে ওয়েব সাইটের মাধ্যমে আপনি ssc result দেখতে পারেবেন সেটা নিম্নে চিত্র সহ বিস্তারিত দেওয়া হলো ।

 

শুধু রোল নং দিয়ে এস এস সি রেজাল্ট দেখার নিয়ম 

 

আপনার যদি এসএসসির  রেজিষ্টেশন নাম্বার মনে না থাকে তবুও আপনার রেজাল্ট দেখতে পাবেন খুব সহজে । রেজিষ্টেশন ছাড়া এস এস সি রেজাল্ট দেখতে এই লিংকে ক্লিক করুন eboardresults ।       ক্লিক করার পর নিচের মত একটি পেজ আসবে ।

 

শুধু রোল নং দিয়ে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
শুধু রোল নং দিয়ে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

এবার আপনি আগের মতই এবার আপনি Examination এর অপশনে SSC/Dhakil সিলেক্ট করুন । Year এর অপশনে 2022 সিলেক্ট করুন ।

Board এর জায়গায় আপনার নিজ শিক্ষাবোর্ড এর নাম লিখুন । Result Type   এর অপশনে Individual Result সিলেক্ট করুন । এর  পর রোল নং দিন । রেজিষ্টেশন নাম্বার না দিলেও হবে । এরপর ক্যাপচা ফিলাপ করুন ।  না বুঝলে নিচের চিত্র ফলো করুন ।

SSC RESULT DEKAR NIYOM

 

সব কিছু ঠিকঠাকভাবে করার পর Get Result ক্লিক করুন । ব্যাস এবার দেখুন আপনার রেজাল্ট ।

Ssc Mark sheet 2022
Ssc Mark sheet 2022
Ssc Mark sheet
Ssc Mark sheet

দেখুন পেয়ে গেলাম আমার রেজাল্ট তাও আবার মার্কশীট সহ । এখন আপনি চাইলে এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করে প্রিন্ট করে নিতে পারেন ।

 

অনলাইনের মাধ্যমে আমরা উপরে দেওয়া দুটি ওয়েব সাইটের মাধ্যমে এস এস সি রেজাল্ট দেখতে পারবো মার্কশীট সহ

কিন্তু যাদের অনলাইনের ব্যাবস্থা নাই । যাদের হাতে কম্পিউটার নাই, স্মার্ট ফোন নাই ইন্টারনেট কানেকশন নাই তারা তো আর অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন না । তাহলে তারা কিভাবে রেজাল্ট দেখবে ? তারা কি রেজাল্ট দেখা বাদ দেবে ? মোটেও না তারাও রেজাল্ট দেখবে ইন্টারনেট ছাড়া শুধু যেকোন মোবাইল থেকে মেসজেএর মাধ্যমে ।

 

আর আমি এখন জানাবো কিভাবে আপনি এসএমএস এর মাধ্যমে ঘরে বসে এস এস সসি রেজাল্ট দেখতে পারবেন ।

 

এসএমএস এর মাধ্যমে এস এস সি রেজাল্ট দেখার নিয়ম ২০২২

 

এসএমএস এর মাধ্যমে রেজাল্ট জানতে হলে আপনাকে নির্দিষ্ট একটি ফরমেটে তথ্য দিয়ে এসএমএস লিখতে হবে এবং পাঠাতে হবে 16222 তে ।

প্রথমে ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন  SSC < Space > আপনার বোর্ডের নামের প্রথম তিন লেটার এরপর আবার < Space > দিয়ে আপনার এসএসসি পরিক্ষার রোল নাম্বার লিখুন এবার আবারো < Space > দিয়ে আপনার পরিক্ষার সাল মানে 2022 লিখুন । এবার পাঠিয়ে দিন 16222.

এসএমএস নমুনাঃ

 

SSC DHA 157489 2022

সকল বোর্ডের প্রথম তিন অক্ষরঃ

 

DHAKA BOARD —— DHA

CHITTAGONG BOARD —– CHI

RAJSHAHI BOARD — RAJ

COMILLA BOARD — COM

SYLHET BOARD — SYL

BARISAL BOARD —- BAR

JESSORE BOARD —-JES

 

SSC RESULT 2022 DHAKA BOARD 

 

আপনি যদি ঢাকা বোর্ডের ছাত্রছাত্রী হোন তবে আপনাকে অনলাইনের মাধ্যমে দেখার সময় নিচের চিত্রের মত দিতে হবে ।educationboardresults  

 

Dhaka Board Ssc Result Dekar Niyom
Dhaka Board Ssc Result Dekar Niyom

আর যদি আপনি এসএমএস এর মাধ্যমে ঢাকা বোর্ডের রেজাল্ট দেখতে চান তবে আপনাকে নিচের ফরমেট অনুযায়ী মেসেজ করতে হবে ১৬২২২  নাম্বারে ।

 

ঢাকা বোর্ড এস এস সি রেজাল্ট ২০২২ ফরমেট

 

Ssc< Space >Dha< Space> Roll < Space > 2022 

 

রাজশাহী বোর্ড এস এস সি রেজাল্ট ২০২২ ফরমেট

 

Ssc< Space >Raj< Space> Your Roll < Space > 2022

 

 চট্টগ্রাম বোর্ড এস এস সি রেজাল্ট ২০২২ ফরমেট

 

Ssc< Space >Chi< Space> Your Roll < Space > 2022

 

কুমিল্লা  বোর্ড এস এস সি রেজাল্ট ২০২২ ফরমেট

 

Ssc< Space >com< Space> Your Roll < Space > 2022

 

সিলেট  বোর্ড এস এস সি রেজাল্ট ২০২২ ফরমেট

 

Ssc< Space >syl< Space> Your Roll < Space > 2022

 

বরিশাল  বোর্ড এস এস সি রেজাল্ট ২০২২ ফরমেট

 

Ssc< Space >Bar< Space> Your Roll < Space > 2022

 

যশোর  বোর্ড এস এস সি রেজাল্ট ২০২২ ফরমেট

 

Ssc রেজাল্ট দেখার লিংক

 

Educationboardresut

 

Ssc< Space >Jes< Space> Your Roll < Space > 2022

 

দিনাজপুর বোর্ড এস এস সি রেজাল্ট ২০২২ ফরমেট

 

Ssc< Space >dij< Space> Your Roll < Space > 2022

 

দাখিল রেজাল্ট দেখার নিয়ম ২০২২ মার্কশীটসহ

 

আপনি যদি মার্কশীট সহ দাখিল রেজাল্ট দেখতে চান তবে আপনাকে সেম উপরের নিয়ম অনুযায়ী সব করতে হবে, শুধু পার্থক্য হলো বোর্ড সিলেক্ট করবেন মাদ্রাসা বোর্ড।  তাহলেই আপনি আপনার কাঙ্খিত রেজাল্ট দেখতে পারবেন।

 

কারিগরি এস এস সি রেজাল্ট দেখার নিয়ম ২০২২ মার্কশীট সহ

 

আপনি যদি কারিগরী ইনস্টিটিউট থেকে Ssc পরিক্ষা দিয়ে থাকেন। তবে আপনিও উপরে দেওয়া সেইম নিয়ম অনুযায়ী আপনার Ssc রেজাল্ট দেখতে পারবেন ইনশাআল্লাহ

তবে আপনার বোর্ড অপশনে গিয়ে Technical বোর্ড সিলেক্ট করে দিতে হবে।

 

একটি স্কুলের Ssc রেজাল্ট দেখার নিয়ম 

 

আপনি যদি পুরো স্কুলের রেজাল্ট একসাথে ডাউনলোড করে দেখতে চান তবে আপনাকে এই লিংকে যেতে হবে

এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করলেই পেয়ে যাবেন

প্রতিষ্ঠানের রেজাল্ট দেখার নিয়ম
প্রতিষ্ঠানের রেজাল্ট দেখার নিয়ম

 

 

এস এস সি রেজাল্ট দেখার নিয়ম ভিডিও

 

আপনি যদি লেখা পরে না বুঝতে পারেন তবে আমি একটি ভিডিও লিংক দিচ্ছি ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ পারবেন।

 

শেষকথাঃ

 

এস এস সি পরিক্ষার রেজাল্ট দেখার নিয়ম নিয়ে অনেক কথা হলো । এরপরও যদি আপনারা কেউ রেজাল্ট দেখতে না পারেন তবে আপনারা কমেন্টে আপনি আপনার রোল রেজিষ্টেশন নাম্বার দিয়ে রাখুন আমরা রেজাল্ট পাবশিলড হবার সাথে সাথে আপনাদের কে জানিয়ে দেব ইনশাআল্লাহ ।