হ্যাপি নিউ ইয়ার ছন্দ । হ্যাপি নিউ ইয়ার স্ট্যাটাস

হ্যাপি নিউ ইয়ার ছন্দ । হ্যাপি নিউ ইয়ার স্ট্যাটাস

 

হ্যালো বন্ধুরা ।

একটি বছর আমাদের জীবন থেকে চলে গেল । এই বছরে আমরা কতটুকু উন্নতি করেছি, পরকালীন কাজ করেছি ,কতটুকু আনন্দ এবং তৃপ্তি পেয়েছি সেটা চিন্তার বিষয় । আনন্দ–বেদনার বছরকে স্মৃতির ডায়েরিতে মুড়ে দিয়ে নতুন বছরে আমাদের আরও বিভিন্ন প্লান তৈরি করে এগিয়ে যাওয়া প্রয়োজন । পেছনের বছর থেকে শিক্ষা নিয়ে নবউদ্যমে এ বছরের শুরু থেকে টার্গেট পূরণের লক্ষ্যে কাজ করা দরকার। কেননা প্রত্যেকটি সফলতার পিছনে পরিশ্রমের কোন বিকল্প নেই ।

যাই হোক অতীতের দুঃখ গ্লানির স্মৃতি মুছে দিয়ে নতুন বছরকে বরণ করার জন্য হ্যাপি নিউ ইয়ার ছন্দ শিরোনামে বেশ কিছু ছন্দ, এসএমএস এবং স্ট্যাটাস আপনাদের সাথে শেয়ার করছি । আপনাদের কাজে লাগলে আমরা খুশি হব । ও হ্যাঁ নতুন বছরে আপনাদের জানাই আমাদের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ।

 

 

হ্যাপি নিউ ইয়ার ছন্দ 2023

 

১. নতুন বছর করছি আমি পণ

নতুন করে গড়বো এই জীবন।

 

২. নতুন বছর তোমার জন্য

বাঁধছি নতুন আশা

সারা জনম দেবো তোমায়

আমার ভালোবাসা ।

হ্যাপি নিউ ইয়ার ছন্দ
হ্যাপি নিউ ইয়ার ছন্দ

হ্যাপি নিউ ইয়ার স্ট্যাটাস

 

৩. গত বছর যা করেছি

খুব করেছি ভুল

নতুন বছর করছি শপথ

ফোটাবো সুখ-ফুল ।

 

৪.নিত্য নতুন পাপ করে যাই

পাপ করেছি অতীতে

মাওলা তুমি মাফ করে দাও

তোমার রহম গতিতে।

 

৫. একটি বছর বিদায় নিয়ে

নতুন বছর এলো

নতুন করে জীবন সাজার

তাগিদ সবাই পেলো ।

 

নতুন বছরের ছন্দ 2023

 

৬. নতুন বছর নতুন দিন

আজকে সবাই শপথ নিন

দেশকে ভালোবাসার,

অতীত স্মৃতি পিছন ফেলে

বাধার দুয়ার ঠেলে ঠেলে

প্রাণটা খুলে হাসার ।

নতুন বছের শুভেচ্ছা
নতুন বছের শুভেচ্ছা

৭. নতুন বছর নতুন দিনে

মুখে ফুটুক হাসি

পরস্পরে বলুক সবাই

দেশকে ভালবাসি।

 

৮. আসুন আমরা নতুন বছর

সবাই বরণ করি

হিংসা বিভেদ ভুলে আবার

সোনার বাংলা গড়ি ।

নতুন বছরের ছন্দ 2023

৯.নতুন বছর নতুন বছর

লেখছি তোমার নাম

তোমার মাঝে বাঁচা-মরার

হাজারো সংগ্রাম ।

 

১০. নতুন বছর শেষ অবধি

সুখের বার্তা আসুক

সবাই সবার দুঃখ ভুলে

হৃদয় খুলে হাসুক ।

 

১১. নতুন বছর শুরু আজ

নতুন পোশাক নতুন সাজ

মিষ্টি হৃদয় মিষ্টি হাসি

শুভেচ্ছা জানাই রাশি রাশি ‌।

 

১২. নতুন সূর্য নতুন বছর

নতুন করে নতুন আলো

তোমরা সবাই থেকো ভালো।

 

নতুন বছরের ছন্দ 2023

 

১৩. নতুন বছর আসুক নিয়ে

নিত্য নতুন আশা

যাক ছড়িয়ে পৃথিবীতে

স্বচ্ছ ভালোবাসা ।

১৪. বছর শেষে ঝরা পাতা

বলল যেন এসে

একটি বছর পেরিয়ে গেল

হাওয়ার সাথে ভেসে,

নতুন বছর এলো তাকে

যত্ন করে রেখো

স্বপ্নগুলো সত্যি করে

সবাই ভালো থেকো ।

হ্যাপি নিউ ইয়ার ছন্দ 2023

১৫. নতুন আশা নতুন প্রাণ

নতুন আশা নতুন গান

নতুন জীবনে নতুন আলো

নতুন বছর কাটুক ভালো ।

 

 

হ্যাপি নিউ ইয়ার স্ট্যাটাস:

 

১.নববর্ষের নবরূপ ভাঙ্গিয়ে দিক প্রতিটি মুহূর্ত । সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো ।

হ্যাপি নিউ ইয়ার– 2023

 

২. মিষ্টি হাসি মিষ্টি লোক

স্বপ্ন সবার সত্যি হোক ।

সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা।

 

৩. নতুন বছরে নব উদ্যমে শুরু হোক সবার জীবন ।

আলোকিত হোক দেশ । এগিয়ে যাক বিশ্বে । সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ।

 

৪. মুছে যাক সকল কলুসতা

শান্তির বার্তা নীল খামে পাঠালাম

সুদিনের সুবাতাস তোমায় দিলাম ।

হ্যাপি নিউ ইয়ার ২০২৩

 

হ্যাপি নিউ ইয়ার ছন্দ 2023

 

৫. নতুন বছর নতুন ভোর

বন্ধ করো স্মৃতির দ্বোর

নতুন বছরকে করো বরণ

মহান আল্লাহকে করে স্মরণ ।

হ্যাপি নিউ ইয়ার ২০২৩

 

৬. পুরনো সব স্মৃতিকে করে ফেলো আজ ইতি ‌

সবাইকে জানাই নতুন বছরের প্রীতি ।

হ্যাপি নিউ ইয়ার ২০২৩

 

৭. স্বপ্ন সাজাও রঙের মেলায়

জীবন সাজাও রঙের ভেলায়

নতুন বছরে তোমার জন্য শুভকামনা ।

হ্যাপি নিউ ইয়ার 2023

 

৮. নতুন বছর নতুন গানে

শান্তি আসুক সবার প্রাণে ।

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন।

 

৯. নতুন বছরে তোমার প্রতিটি দিন হয়ে উঠুক রঙিন । ভালোবাসার উষ্ণতায় ভরে উঠুক তোমার জীবন অধ্যায় । সাফল্য ও সৌভাগ্য ঘিরে থাক তোমার জীবন পাতায় ।

happy new year 2023

 

১০. রাতের শেষে মিষ্টি হেসে দেখো চোখটি খুলে ,

নতুন আলোয় নতুন ভোরে দুঃখ যাবে ভুলে ।

ঝিল মিলিয়ে হাসবে আবার আধার হবে শেষ ,

এসে গেছে নতুন বছর নতুন এস এম এস ।

 

happy new year 2023

 

১১. বছরের শুরুতেই আল্লাহর কাছে প্রার্থনা এ বছর ও যেন সবার জীবনে পূর্ণতা নিয়ে আসে ।

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন ‌।

 

১২. আগামী বছরটি তোমার জীবনে যেন পৃথিবীর যাবতীয় সুখ নিয়ে আসে । এই দোয়া করি স্রষ্টার কাছে ।

ভালো থেকো তুমি । সুখে থেকো তুমি ।

হ্যাপি নিউ ইয়ার ২০২৩

১৩. তোমার অভিজ্ঞতাও বুদ্ধি দিয়ে নতুন বছরের সব বাধাকে কর জয় । সাফল্য তোমার হাতের মুঠোয় ধরা দিবে ইনশাআল্লাহ ।

 

১৪. ফুল সাময়িক গন্ধ ছড়ায় । তবুও সে দামি । তুমি সফলতার উচ্চ শিখরে গেলে স্থায়ী ঘ্রাণ বিলাবে। সবাই তোমাকে ভালোবাসবে ।

 

১৫. যে কাজ তোমার পছন্দ সে কাজটাই মন দিয়ে কর ।

শুধু খেয়াল রেখো যেন কারো কোন ক্ষতি না হয় ।

তুমি সফল হবেই ইনশাআল্লাহ ।

 

১৬. নতুন বছরকে তুমি সাজাও তোমার মত করে । আর আমি সাজাবো তোমাকে আমার মত করে । তোমার এবং আমার মিলেই গড়ে উঠবে সফল একটি বছর ।

Happy new year 2023 my jaan

 

১৭.ফুল ফুটেছে বনে বনে

তোমার কথা ভাবছে মনে

বলছি কথা তোমার সনে

Happy new year 2023 my jaan

 

১৮. নতুন বছরের নতুন দিনে

আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম ।

Happy New year 2023

 

১৯. আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি নতুন বছর । এবছর আমার জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে ইনশাআল্লাহ ।

 

২০. নতুন বছরে কাজে কর্মে প্রমাণ দেবো আমি যোগ্য । আর আমি যোগ্য প্রমাণিত হলে ঘরে তুলবো মনের রাণী । প্রশান্তিতে ভরে উঠবে নতুন বছর ।

 

 

হ্যাপি নিউ ইয়ার এসএমএস:

 

 

১. নতুন সূর্য, নতুন দিন,নতুন বছর কাটুক ভালো, তোমার জীবনে আসুক আলো । তোমাকে নববর্ষের শুভেচ্ছা ।

 

২. বাউল গানের ছন্দ তালে নতুন বছর এলো

গ্রাম বাংলায় নতুন করে সাড়া পড়ে গেল ।

নতুন করে জাগছে সবাই সাজছে বাংলাদেশ

প্রিয়তমা তুমিও তোমার দেখাও রূপের….. ।

 

৩. চৈত্রের রাতটা শেষে সূর্য আসে‌ নতুন বেশে , সেই সূর্যের রঙিন আলো, মুছে দিক তোমার জীবনের সকল কালো । ———- শুভ নববর্ষ ————

 

৪. ইচ্ছেগুলো আকাশ ছুঁলো ভাসলো মেঘের সারি,

খুশির ঝরে তেপান্তরে হৃদয় দিল পাড়ি ।

মনের মাঝে সেতারা বাজে ,খুশিতে মনটা সাজে ।

★★★ শুভ নববর্ষ ★★★

হ্যাপি নিউ ইয়ার স্ট্যাটাস
হ্যাপি নিউ ইয়ার স্ট্যাটাস

৫. নতুন বছর ,নতুন করে ,নতুন সাজে ,নতুন কাজে, নতুন আনন্দে, নতুন ভালোবাসায়, নতুন সম্ভাবনায় , নতুনত্বে ছুঁয়ে যাক তোমার হৃদয় । হ্যাপি নিউ ইয়ার ।

 

৬. সুখের স্মৃতির রেখো মনে ,মিশে থাকো আপন জনে । মান অভিমান ভুলে , আনন্দ মিছিল হলোস্থুলে । খুশির প্রদীপ রেখো বুকে, বন্ধু তুমি থেকো সুখে ।

হ্যাপি নিউ ইয়ার ২০২৩

 

৭. দিন চলে যায় দিগন্তের শেষে, রাত চলে যায় তারার দেশে ,ভেবোনা বন্ধু আমি থাকবো তোমাদের পাশে । হ্যাপি নিউ ইয়ার ২০২৩

 

৮. বসন্তের আগমনে কোকিলের সুর , গ্রীষ্মের আগমনে রোদেলা দুপুর । বর্ষার আগমনে কদমের ফুল , তোমাকে শুভেচ্ছা জানাতে মনটা ব্যাকুল ।

হ্যাপি নিউ ইয়ার ——-

 

৯. শরতের হাওয়ায় দোলে কাশফুল, নদীর দু’ধার তাই আনন্দে ব্যাকুল । এক চিলতে মেঘের এক টুকরো আলো , চাইনা আমি কিছুই তুমি শুধু থেকো ভালো ।

Happy new year my jaan

 

১০. সূর্য তোমার রুপের মোহিত । চাঁদ তোমার লাজুকতায় মুগ্ধ । বাতাস তোমার উষ্ণতায় ব্যাকুল ।

আর আমি তোমায়………. ।

 

১১. খুজিনি কারো মন তোমার মন পাবো বলে। ধরিনি কারো হাত তোমার হাত ধরবো বলে । হাঁটিনি কারো সাথে তোমার সাথে হাঁটবো বলে । বাসিনি কাউকে ভালো তোমাকে ভালোবাসবো বলে ।

 

১২. যত বেশি ভালবাসি তত নতুন লাগে , তোমার জন্য আমার মনে ভালোবাসা জাগে ।

নতুন বছরের শুভেচ্ছা প্রিতম ।

 

নতুন বছরের ছন্দ 2023 শেষ কথা

 

প্রিয় বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ারের ছন্দ ,হ্যাপি নিউ ইয়ারের স্ট্যাটাস এবং হ্যাপি নিউ ইয়ারের এসএমএস গুলো আপনাদের কেমন লেগেছে ? কমেন্ট করে জানাতে পারেন । আরো কোন বিষয়ে কোন লেখা প্রয়োজন হলে সেটাও বলতে পারেন । দ্রুত লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ । সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন । আমাদের সঙ্গে থাকুন । আবারো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন । আল্লাহ হাফেজ ।