হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কবিতা
হ্যালো বন্ধুরা । নতুন বছরে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ।
বন্ধুরা ! একটি বছর আমাদের জীবন থেকে চলে গেল । এই বছরে আমরা কতটুকু উন্নতি করেছি, কতটুকু আনন্দ এবং তৃপ্তি পেয়েছি সেটা চিন্তার বিষয় । আনন্দ–বেদনার বছরকে স্মৃতির ডায়েরিতে মুড়ে দিয়ে নতুন বছরে আমাদের আরও বিভিন্ন প্লান তৈরি করে এগিয়ে যাওয়া প্রয়োজন ।
পেছনের বছর থেকে শিক্ষা নিয়ে নবউদ্যমে এ বছরের শুরু থেকে টার্গেট পূরণের লক্ষ্যে কাজ করা দরকার। কেননা প্রত্যেকটি সফলতার পিছনে পরিশ্রমের কোন বিকল্প নেই । যাই হোক অতীতের দুঃখ গ্লানির স্মৃতি মুছে দিয়ে নতুন বছরকে বরণ করার জন্য সমকালীন কয়েকজন কবির নির্বাচিত কয়েকটি ছড়া কবিতা লিখে দেওয়া হলো। আপনাদে ভালো লাগতে পারে । কাজে আসতে পারে ।
হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কবিতা
অবাক নয়ন মেলে
জিসান মেহবুব
মান অভিমান পুষে পুষেই
একটা বছর গত
থাক না ওসব হিসেব এখন
কি পেয়েছি কত !
যাক শুকিয়ে তোমার আমার
মনের সকল ক্ষত ।
রাগ অনুরাগ নিয়েই জীবন
পদ্মপাতায় ভাসা
জীবন মানে খুব স্বাভাবিক
কান্না এবং হাসা
মনের ভেতর আগলে রাখি
তুমুল ভালোবাসা ।
আমার যাওয়া খুব বেশি না
চাই না অঢেল টাকা
ঘরের বেড়া ছাউনি চালের
থাকুক না হয় ফাঁকা
পড়ুক এসে চাঁদের আলো
সুখ শিতানে রাখা ।
তোমায় পেতে যাচ্ছে আমি
নতুন বছর এলে
দেখবো নতুন এক পৃথিবী
অবাক নয়ন মেলে ।
নতুন বছর
হোসাইন নূর
নতুন বছর এলো কাছে
ভুলতে দুঃখের দিন,
রঙ লেগেছে গাছের পাতায়
সুরগুলো আজ মনটা মাতায়
বাজায় মধুর বীন।

হাসলো রবি নতুন করে
ঝিলিক মেরে বেশ ,
শীতের আমেজ হলো সাথী
সুখ করে তাই মাতামাতি
সাজলো সোনার দেশ।
প্রভু তোমার সৃষ্টিজুড়ে
মিষ্টি সুবাস বয়,
মাফ করে দাও গুনাহ খাতা
এক দেখো না দুহাত পাতা
কুদরতি পায় রয় ।
নতুন বছর উপলক্ষে কবিতা
নতুন বছর এলো
শরিফ আহমাদ
একটি বছর বিদায় নিয়ে
একটি বছর এলো
নতুন জীবন গড়ার ম্যাসেজ
সবাই আবার পেলো ।
পছন্দসই নিজের পেশায়
সবাই ডুবে থাকবে
সফলতার আলো দিয়ে
আনন্দে রঙ মাখবে ।
অলসতা খামখেয়ালির
করবে দুয়ার বন্ধ
কৌশলে পার হয়ে যাবে
পথ আছে যা মন্দ ।
নতুন বছর নতুন আশা
সবাই পূর্ণ করুক
ব্যর্থতা আর গ্লানি ভুলে
শ্রেষ্ঠ জীবন গড়ুক ।
নতুন বছর
নূরুল ইসলাম নাযীফ
নতুন বছর নতুন পণে
যাও এগিয়ে সবে
সফলতা বছর শেষে
দেবেই ধরা তবে ।
অলসতায় কেউ করো না
সময়টাকে হেলা
ভালো কাজে নতুন বছর
কাটে যেন বেলা।
কাজ দিয়ে কেউ সফল হলে
হাসি থাকে মুখে
সারা বছর কাটে যে তার
আনন্দ আর মুখে।
নতুন বছর হোক না কাজের
পণ করে নাও মনে
সারা বছর সুখের ছোঁয়া
পাবে প্রতি ক্ষণে ।
হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কবিতা
বাইশ সাল
মোঃ মনোয়ার হায়দার।
দু’হাজার বাইশ সাল
নিতেছে বিদায়
নেক আমল করতে
নিয়ছো কী দায়।
জীবন থেকে যাচ্ছে কমে
একটা বছর আরো
সেই কথাটা মনে মনে
ভাবতে যেনো পারো।

ভালো মন্দ কি করেছো
হিসাব রেখে সবে
আসছে বছর চলতে হবে
সৎ পথে ভবে।
ফিরে আর পাবে না কেউ
ফেলে আসা দিন
যে দিন গেছে ভালো গেছে
আসে দিন ভিন।
নিউ ইয়ারের গুচ্ছ ছড়া
★গত বছর যা করেছি
খুব করেছি ভুল
নতুন বছর করছি শপথ
ফোটাবো সুখ-ফুল ।
★ নতুন বছর নতুন দিনে
মুখে ফুটুক হাসি
পরস্পরে বলুক সবাই
দেশকে ভালবাসি।
★ আসুন আমরা নতুন বছর
সবাই বরণ করি
হিংসা বিভেদ ভুলে আবার
সোনার বাংলা গড়ি ।
★ নতুন বছর নতুন বছর
লেখছি তোমার নাম
তোমার মাঝে বাঁচা-মরার
হাজারো সংগ্রাম ।
★ নতুন বছর শেষ অবধি
সুখের বার্তা আসুক
সবাই সবার দুঃখ ভুলে
হৃদয় খুলে হাসুক ।
★ নতুন আশা নতুন প্রাণ
নতুন আশা নতুন গান
নতুন জীবন নতুন আলো
নতুন বছর কাটুক ভালো ।
শেষকথা:
হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে উপরোক্ত ছড়া-কবিতাগুলো ব্যক্তিগতভাবে ব্যবহার করা যাবে । তবে কোন সাইটে কপি করে প্রকাশ করা যাবে না । এরপরেও কেউ করলে অটো রিপোর্ট করা হবে।