আল্লামা আহমাদ শফী হাসপাতা‌লে ভর্তি : দোয়ার আবেদন!

শীর্ষবার্তা ডটকম ইনডেক্সঃ
কওমীদের শীর্ষস্থানীয় মাদরাসা দারুল উলূম হাটহাজারীর মহাপ‌রিচালক এবং হেফাজ‌তে ইসলাম বাংলা‌দে‌শের আমীর আল্লামা আহমদ শফী‌কে শারী‌রিক দুর্বলতার দরুণ অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রা‌মের এক‌টি বেসরকারী হাসপাতা‌লে ভর্ত‌ি করা‌নো হ‌য়ে‌ছে।

আরো পড়ুন – শেফায়ে কামেলা আজেলা অর্থ কি? 


আমী‌রে হেফাজ‌ত কার্যালয় সূত্রে জানা গে‌ছে, ব‌মি ও কফজ‌নিত সমস্যার কার‌ণে তিনি শারী‌রিকভা‌বে দুর্বল হ‌য়ে প‌ড়ে‌ছেন। তাই বি‌শেষজ্ঞ ডাক্তার‌দের পরাম‌র্শে আজ সন্ধ‌্যায় তাঁকে হাসপাত‌া‌লে নেয়া হ‌য়ে‌ছে।

তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে ৷ মহান আল্লাহ তায়ালা হুজুর‌কে শেফায়ে আজেলা কা‌মেলা দান করুন! আমীন ৷

Leave a Comment