জামালপুর পৌরসভার মুকুন্দবাড়ি এলাকায় রোববার বেলা দুপুর ১২টার দিকে একটি ত্রাণবাহী ট্রাক আটকে ত্রাণ সামগ্রী নিয়ে গেছে স্থানীয় জনতা ৷ ওই পৌরসভার ২, ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের গরীব অসহায় মানুষদের জন্য দশ কেজি করে চাল ও ৩ কেজি করে আলুর ৬০০টি প্যাকেট নিয়ে ট্রাকটি শহরের বানিয়া বাজারে ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল পাশার কার্যালয়ের দিকে যাচ্ছিল।
ট্রাকটি স্বাভাবিক গতিতে চলছিলো ৷ যখন এটি মুকুন্দবাড়ি এলাকায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানার বাসভবনের সামনে গেলো তখনি মুকুন্দবাড়ি, পালপাড়া ও বজ্রাপুর এলাকার ‘কর্মহীন মানুষ’ সেটি আটকে লাফিয়ে ট্রাকের ওপর উঠে ৪০০ প্যাকেট ত্রাণ সামগ্রী হুড়োহুড়ি করে নিয়ে যায়।
এসব লোকজন আগে থেকেই ওই সড়কে অবস্থান নিয়েছিল বলে জানা যায় । ঠিক ওই সময় ঘটনাস্থলে ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল পাশাকে উপস্থিত থাকতে দেখা গেছে।
পরে এ বিষয়ে জানার জন্য জামাল পাশার মোবাইলে ফোন করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি টেলিফোনে ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন “ত্রাণ সামগ্রী লুট হয়নি, ৬ নম্বর ওয়ার্ডের কর্মহীন মানুষের মাঝে ট্রাক থেকেই বিতরণ করা হয়েছে এসব ত্রাণ।”
জামালপুর সদর থানার ওসি মো. সালেমুজ্জামান বলেন, এ ঘটনায় পৌরসভার পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি।
তথ্যসূত্রঃ বিডি নিউজ