☞ শরিফ আহমাদ•
করোনা ভাইরাস এক আতঙ্কের নাম। এই ভাইরাস বিশ্ব দাপিয়ে এবার প্রবল আক্রমণ করেছে বাংলাদেশে ৷ বাংলাদেশ সরকার জাতিকে বাঁচাতে সমগ্র দেশ লকডাউন করার পাশাপাশি হোম কোয়ারেন্টানে থাকতে নির্দেশ দিয়েছিল ৷ নিয়েছিল নানাবিধ পদক্ষেপ ৷ কিন্তু ভাইরাস বেড়ে যাওয়ায় এবার তিনি বললেন ভিন্ন কথা ৷ শোনালেন ধর্মের কথা ৷
আজ রোববার গণভবন থেকে বরিশাল
ও খুলনা বিভাগের ১৬ জেলার
কর্মকর্তাদের সঙ্গে ভিডিও
কনফারেন্সে আলোচনার সময়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ৷
এখন তো তেমন
কোনো কোন কাজ নেই। ঘরেই যখন আছেন
তখন নামাজ আদায় করুন ৷বেশি বেশি দোয়া পড়ুন। করোনাভাইরাস থেকে রক্ষা
পাওয়ার জন্য আল্লাহর কাছে
প্রার্থনা করুন।’
আজকের উক্ত গণভবন
অনুষ্ঠানে অনেকের সঙ্গে উপস্থিত
ছিলেন ঝালকাঠি জেলা মসজিদের
ইমাম। আলোচনার এক পর্যায়ে তিনি
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য অনেক কথা বলেন ৷ করেন মতবিনিময় ৷ যা থেকে দোয়া দরুদ পড়ার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে ৷ করোনা থেকে বাঁচতে ভাইরাল হওয়া দোয়াটি হলো-
ﺍﻟﻠَّﻬﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮُﺫُ ﺑِﻚَ ﻣِﻦَ ﺍﻟْﺒﺮَﺹِ، ﻭَﺍﻟﺠُﻨُﻮﻥِ، ﻭﺍﻟﺠُﺬَﺍﻡِ، ﻭﺳّﻲﺀِ ﺍﻷَﺳْﻘﺎﻡِ .
[সূত্র সুনান আবু দাউদ]’ এই দোয়াটিসহ নিম্নবর্ণিত দোয়াগুলো পড়া যেতে পারে ৷
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟَّﺬِﻱ ﻻَ ﻳَﻀُﺮُّ ﻣَﻊَ ﺍﺳْﻤِﻪِ ﺷَﻲْﺀٌ ﻓِﻲ ﺍﻷَﺭْﺽِ ﻭَﻻَ ﻓِﻲ ﺍﻟﺴَّﻤَﺎﺀِ ﻭَﻫُﻮَ
ﺍﻟﺴَّﻤِﻴﻊُ ﺍﻟْﻌَﻠِﻴﻢُ
[সূত্র আবু দাউদ,
তিরমিযী শরীফ]
( ﺃَﻋُﻮْﺫُ ﺑِﻜَﻠِﻤٰﺖِ ﺍﻟﻠﻪِ ﺍﻟﺘَّﺎﻣَّﺎﺕِ ﻣِﻦْ ﺷَﺮِّ ﻣَﺎ ﺧَﻠَﻖَ
[সূত্র তিরমিজী ,কানজুল উম্মাল]