করোনা ভাইরাসের প্রকোপে লংটাইম দেশব্যাপী সাধারণ ছুটি চলছে ৷ লকডাউন হয়ে আছে পুরো দেশ ৷ কাজ কর্ম না থাকায় দিন এনে দিন খাওয়া মামুষগুলো অসহায় হয়ে পড়েছে ৷ মধ্যবিত্তরা রয়েছে আরো দুরবস্থয় ৷ এরা না পারে কারো কাছে হাত পাততে ৷ না পারে অভুক্ত থাকতে ৷ এই কঠিন মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে ত্রাণ বিতরণ চলছে ৷ সরকার ঘোষিত বিভিন্ন জেলা এবং উপজেলাতেও চলছে ত্রাণসামগ্রী বিতরণ ৷ কিন্তু অবাক করা বিষয় হলো স্যোশ্যাল মিডিয়াসহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় যে খবর ভাইরাল হচ্ছে তা চোখ কপালে ওঠার মতো অবস্থা ৷ এলাকার প্রতিনিধি চেয়ারম্যান, মেম্বার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সে চাল গায়েব করে দিচ্ছে ৷ একজন তো ঘরের মেঝে খনন করে তার ভেতরে লুকিয়ে রেখেছেন চালের বস্তা ৷
বিষয়টি নিয়ে বিশিষ্ট আইনজ্ঞ এবং সংবিধান বিশেষজ্ঞ জনাব ডক্টর তুহিন মালিক তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ৷ পড়ুন তার ভাষায়—
“এরা দেশব্যাপী যেভাবে সামান্য ত্রাণের চাল পর্যন্ত লুটতরাজ করছে। তাতে স্পষ্টই বোঝা যায়, এদের হাতে প্রণোদনার ৭২ হাজার কোটি টাকার কি হাল হতে যাচ্ছে!”