চাল চোর জনপ্রতিনিধিদের গণধোলাই দিন— ভিপি নূরুল হক নূর

করোনা ভাইরাসের প্রকোপে লংটাইম দেশব্যাপী সাধারণ ছুটি চলছে ৷ লকডাউন হয়ে আছে পুরো দেশ ৷ কাজ কর্ম না থাকায় দিন এনে দিন খাওয়া মামুষগুলো অসহায় হয়ে পড়েছে ৷ মধ্যবিত্তরা রয়েছে আরো দুরবস্থয় ৷ এরা না পারে কারো কাছে হাত পাততে ৷ না পারে অভুক্ত থাকতে ৷ এই কঠিন মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে ত্রাণ বিতরণ চলছে ৷ সরকার ঘোষিত বিভিন্ন জেলা এবং উপজেলাতেও চলছে ত্রাণসামগ্রী বিতরণ ৷ কিন্তু অবাক করা বিষয় হলো স্যোশ্যাল মিডিয়াসহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় যে খবর ভাইরাল হচ্ছে তা চোখ কপালে ওঠার মতো অবস্থা ৷ এলাকার প্রতিনিধি চেয়ারম্যান, মেম্বার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সে চাল গায়েব করে দিচ্ছে ৷ একজন তো ঘরের মেঝে খনন করে তার ভেতরে লুকিয়ে রেখেছেন চালের বস্তা ৷

এই অবস্থায় ঢাকসুর ভিপি নূরুল হক নূর ফেসবুকে একটি পোস্টে চাউলচোর জনপ্রতিনিধিদের গণধোলাই দেয়ার আহ্বান জানিয়েছেন ৷ তিনি লিখেন—
জনগণকে সাথে নিয়ে সাহস করে ঐক্যবদ্ধ হয়ে ত্রাণ চোর জনপ্রতিনিধিদেরকে গণধোলাই দিন ৷

Leave a Comment