ডেস্ক রিপোর্ট:
করোনা ভাইরাসটি চিন থেকে অন্যান্য দেশে ছড়িয়ে পরার পর বিষয়টি নিয়ে অনেকেই ভাবতে থাকেন ৷ এটি চিনের জীবাণু মরণাস্ত্র কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন বিশেষজ্ঞরা ৷ এ সন্দেহ আরো ঘনীভূত হয় যখন করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চিনের উহাম শহর এখন পুরোই নিরাপদ ও তারা যখন তাদের স্বাভাবিক কাজেকর্মে ফিরে এসেছেন ৷ এর ভেতরেই খবর বেরোলো অবশেষে এফবিআই এর হাতে ধরা পড়লেন বোস্টন বিশ্ববিদ্যালয় আধ্যাপক চার্লচ লিবার।
লিবার উহানের চাইনিজ বিশ্ববিদ্যালয় এবং গবেষণা ল্যাবের সাথে সম্পর্কিত ছিলেন বলে জানা যায় ৷ এমনকি চীন তাকে মাসিক ভাতা ও থাকা খাওয়ার জন্য প্রচুর অর্থ প্রদান করতো বলে স্বীকার গিয়েছেন চার্লচ লিবার।
বিশেষজ্ঞরা ধারনা করছেন করোনা ভাইরাসটি আবিস্কারের পিছনে চীনের সাথে বোস্টন বিশ্ববিদ্যালয়ের আধ্যাপক চার্লচ লিবার ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। তারা মনে করেন, ভাইরাসটি মূলত বায়ো অ্যাটাকের পরিকল্পনার জন্য আবিস্কার করা হয়েছিল।
১৯৫৯ সালের ০৯ এপ্রিলে জন্ম গ্রহন করেন আধ্যাপক চার্লচ লিবার ৷ তিনি একজন আমেরিকান রসায়নবিদ এবং ন্যানোসায়েন্স ও ন্যানো টেকনোলজির বিশেষজ্ঞ।
আধ্যাপক চার্লচ লিবার থেকে এই বিষয়ে বিস্তারিত জানতে এফবিআই এর দল তাকে জিজ্ঞাসাবাদ করছেন।