আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, জননন্দিত আলেমে দীন, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির দেশের সুবক্তা আল্লামা জুবায়ের আহমদ আনসারী ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
আজ জুমাবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ায় তার নিজস্ব বাসায় ইন্তিকাল করেন।
মাওলানা আনসারী ক্যান্সারে আক্রান্ত ছিলেন ৷ ২০১৬ সালে দেশের বাইরে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছিলেন ৷ এরপর ওয়াজের ময়দানে ফিরে এসেছিলেন তিনি ৷ মাঠে ময়দানে দাপটের সাথে কুরআনের বাণী ছড়িয়েছেন তিনি ৷
আগামীকাল (শনিবার) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া রাহমানিয়া বেড়তলা মাদরাসা প্রাঙ্গণে এই ক্ষণজন্মা আলেমে দীনের জানাজার সালাত অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মসলিসের যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।
আল্লামা জুবায়ের আহমদ আনসারী স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে ৷ তার বিশাল এক শ্রোতা রয়েছে বাংলা ভাষাভাষি দেশে বিদেশে ৷ দীর্ঘ তিন যুগের বেশি সময় ধরে তিনি ওয়াজ করেছেন। তার কণ্ঠ ছিলো চমৎকার ৷ আকর্ষণীয় কুরআন তেলাওয়াত ও চমৎকার কুরআনের তাফসিরের সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি ৷
জামিয়া রাহমানিয়া বেড়তলা, সরাইল মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন তিনি ৷ প্রচুর মসজিদ-মাদরাসা প্রতিষ্ঠা ও সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন এই আলেম ও জননেতা ৷
দীমা