‘আলোকিত নাগেরপাড়া’র উদ্যোগে ১২০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ–শীর্ষবার্তা

শরীয়তপুর প্রতিনিধিঃ
‘আলোকিত নাগেরপাড়া’র উদ্যোগে শরীয়তপুর জেলার গোসাইরহাট থানাধীন নাগেরপাড়া ইউনিয়নের গরীব-অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে ৷
সংগঠনের আহবায়ক মোজাম্মেল হক সরদার জানান, তারা ১২০টি পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছেন ৷
তিনি বলেন, ‘আমরা শরীয়তপুর ৩ আসনের এমপি জনাব নাহিম রাজ্জাকের অনুপ্রেরণায় করোনা ভাইরাসের প্রকোপে দেশের এই দুর্যোগ মোকাবেলায় জনগণকে এই সহযোগিতা নিজেরা পৌঁছে দিয়েছি আমাদের সদস্যদের দিয়ে।’

খাদ্যসামগ্রীর একাংশ

খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজী পিয়াজ, ১-২ কেজি ডাল ।
নাগেরপাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে ৷ খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শাহজাহান শিকদার ৷ খাদ্যসামগ্রী বিতরণে সহযোগিতা করেছেন,
এহসান কবির, বিল্লাল, হুমায়ুন কবির গাজী,আলমগীর বাছার, মাহমুদুর রহমান মনি, আফজাল আকন, রাজিব, আজাদ খান প্রমুখ ৷

‘আলোকিত নাগেরপাড়া’ একটি অরাজনৈতিক সংগঠন ৷ যার যাত্রাই হয়েছে নাগেরপাড়া ইউনিয়নকে আলোকিত করার জন্য ৷ তারা সামাজিক উন্নয়নমূলক কাজ করছে নিরলসভাবে ৷

Leave a Comment