ল্যাব থেকেই করোনার বিস্তার গোপন ছবি ভাইরাল–শীর্ষবার্তা

বিশ্বমহামারী করোনা ভাইরাস নিয়ে গোটা বিশ্বে চলছে আলোচনা পর্যালোচনা। করোনা দাপটে যখন বিশ্ববাসী নাজেহাল , ঠিক এমন সময় চিনের গবেষণাগারের একটি ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। এমনিতেই যুক্তরাষ্ট্রসহ অনেক দেশই করোনা ছড়ানোর জন্য চীন কে দায়ী করে আসছে। ছবিটি ভাইরাল হওয়াতে সেই সন্দেহ খানিকটা পাকাপোক্ত হলো।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় দের হাজার বিপজ্জনক ভাইরাস রাখা রেফ্রিজারেটরের একটি সিল ভাঙ্গা রয়েছে। সেখানে থাকা বিভিন্ন প্রজাতির ভাইরাস গুলোর মধ্যে করোনা ভাইরাসও রয়েছে।
.
ছবিটি প্রথম প্রকাশ হয় ১৮ সালে, ছবিটি প্রকাশ করে চিন সরকার নিয়ন্ত্রিত চাইনা মেইল। গত মাসে তারা আবারো ছবিটি প্রকাশ করে টুইটার।
.
এদিকে এই ছবি নিয়ে বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হচ্ছে এমন ব্যাবস্থাপনা থেকে সহজেই মানবদেহে ছড়িয়ে পড়তে পারে ভাইরাস। বর্তামানের করোনা ভাইরাসও এমন লিক থেকেই হয়তো ছড়িয়েছে

ডেইলি মেইল

Leave a Comment