দ্বীন
মারুফ আহমাদ
অন্ধকারে ঘুমিয়ে আছি
জাগতে হবে আজ,
সব বাধা পেরিয়ে দিয়ে
করতে দ্বীনের কাজ।
দ্বীনের কাজ করতে গিয়ে
আসে যদি মরন,
সেই মরন কে আপন করে
করব মোরা বরণ।
দ্বীনের পথে চলবো মোরা
দ্বীনের পথে লড়ব,
প্রয়োজনে জীবন দিয়ে
আল্লাহর দ্বীন গড়ব।
দ্বীনের পথে চলতে গিয়ে
জীবন দিলো যারা,
বর্তমানের প্রেক্ষাপটে
স্মরণীয় তারা।
দ্বীনের পথে চলবো মোরা
আমরা মুসলমান,
দ্বীন মোদের শিক্ষা দেয়
হতে দয়াবান।