কামরুজ্জামান (শরীয়তপুর):
ডামুড্যা -ভেগরগঞ্জ আঞ্চলিক সড়কের সিড্যা ইউনিয়নের দক্ষিণ সিড্যা গ্রামে বিপদজনক বেশ কয়কটি গর্ত ও রাস্তার ভাঙ্গা স্থান অবশেষে স্বেচ্ছাশ্রমে ভরাট করেছে সেচ্ছাসেবী সংগঠন” তারুন্যের বন্ধনের সদস্যরা”।
স্বেচ্ছাসেবী সংগঠন তারুন্যের বন্ধনের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান: জানান উক্ত সিড্যা গ্রামের রাস্থায় বেশ কয়েকটি গর্ত প্রায় ৭মাস ধরে অরক্ষিত অবস্থায় থাকলেও কারো নজরে আসেনি।ফলে গত কয়েকদিনে ওই গর্ত গুলোতে পড়ে বেশ কয়েকটি যানবাহন দুর্ঘটনার শিকার হয়েছে।
সোমবার রাতেও একটি রিক্সা গর্তে পড়ে ক্ষয়ক্ষতির শিকার হয় এবং এক মহিলা যাত্রী গুরুতর আহত হন। এ নিয়ে বারবার স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টিগোচর করা হয়। কিন্তু সড়কটি রোডস এন্ড হাইওয়ের অধীনে না থাকায় স্থানীয় জনপ্রতিনিধিরা কেউ গর্তটি সংস্কারে এগিয়ে আসেনি।
সোমবার রাতে দুর্ঘটনার পর আজ বুধবার সকাল থেকে সেচ্ছাসেবী সংগঠন তারুন্যের বন্ধনের সদস্য মোঃ সবুজ,কামরুজ্জামান,ইব্রাহিম, মাহিন, শান্ত, রতন,সজিব,মাসুদ রানা ও ইমন সহ বেশ কয়েকজন নিজেস্ব অর্থায়নে গর্তগুলোকে ভরাট করে দেন।