শহীদ আব্দুল মালেক
রাকিবুল এহছান মিনার
কেক কাটো বা বিরিয়ানি নেই কিছুরই দাম,
এই দিবসে স্মরণ করি মালেক ভাইয়ের নাম।
ইসলামেরই জন্য তিনি দিয়েছিলেন প্রাণ,
রক্ত ঝরা নিশ্বাসে পায় জান্নাতেরই ঘ্রাণ।
বলিষ্ঠ এক বক্তা ছিলেন পেতেননা তো ভয়,
শ্রোতারা যার আলোচনায় অবাক মুগ্ধ হয়।
ইসলামেরই শিক্ষা নিয়ে বক্তৃতাতে তার,
বাম রামেরা মেনেছিলো শোচনীয় হার।
হল ভরা সব শ্রোতা গুলো আলোর দেখা পায়,
তা দেখে ফের বাম রামেদের মেজাজ বিগড়ে যায়।
আদর্শে হয় পরাজিত দেখায় গায়ের জোর,
অন্ধকারে ঢেকে দিলো শুভ্র আলোর ভোর।
রঞ্জিত হয় সবুজ জমিন ক্যাম্পাসেরই ঘাস,
শহাদাতের জন্য থামে মালেক ভাইয়ের শ্বাস।
কিন্তু তাতে যায়নি থেমে দাওয়াতেরই দ্বার,
বিশ্ব জুড়ে বাড়ছে শুধু অনুসারি তার।
তার দেখানো পথেই হাঁটছে লাখ তরুণ দল,
ওদের সামনে পরাজিত বন্দুকেরও নল।
রক্ত দেয়া শিখে গেছে স্বপ্ন জীবন দান,
ভয় দেখালে হাসি মুখে গায় শহীদি গান।
মালেক ভাই আজ প্রেরণারই আলোকিত চাঁদ,
আমারও যে বড্ড বেশি মালেক হওয়ার সাধ।
আল্লাহ্ তুমি শীতল করো মালেক ভাইয়ের শোক,
তার জীবনের বিনিময়ে দ্বীনের বিজয় হোক।
জান্নাতেরই দোয়া করে উঠাও কোটি হাত,
অশ্রুসিক্ত চোখে কাটাও জায়নামাযে রাত।
আল্লাহ্ তুমি কবুল করো ভাইয়ের শাহাদাত,
বাংলা থেকে জালেমদেরকে দাও করে উৎখাত।