শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুর জেলার গোসাইরহাট থানাধীন নাগেরপাড়া ইউনিয়নের কৃতি সন্তান বিএম ইকবাল হোসেন গত 5ই আগস্ট হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেন ৷ তিনি নাগেরপাড়া বণিক সমিতির নির্বাচিত সাধারন সম্পাদক ছিলেন এবং ঢাকেরহাটিতে অবস্থিত জনকল্যাণমূলক সংগঠন দোলা মেমোরিয়াল ফাউন্ডেশন এর সদস্য ছিলেন ৷
গতকাল 15ই আগস্ট বাদ মাগরিব দোলা মেমোরিয়াল ফাউন্ডেশন এর আয়োজনে ইকবাল হোসেনের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ৷ এতে সভাপতিত্ব করেন দোলা মেমোরিয়াল ফাউন্ডেশন এর সম্মানিত সভাপতি মাস্টার তোফায়েল আহমেদ ৷ তিনি তাঁর বক্তৃতায় বলেন বিএম হোসেন দোলা মেমোরিয়াল ফাউন্ডেশন এর কার্যক্রমে সন্তুষ্ট হয়ে নিজ ইচ্ছায় এর সদস্য হয়েছেন এবং বাৎসরিক চাঁদা তিনি দিয়েছিলেন ৷ মানুষ মরণশীল ৷ কার কখন মৃত্যু চলে আসে কারো জানা নেই ৷ আমাদের ফাউন্ডেশনের কোন সদস্য এই প্রথম মারা গেলেন ৷ তাঁর প্রতি আমাদের দায়বদ্ধতা থেকেই আমরা আজকে দোয়ার আয়োজন করেছি ৷ দোলা মেমোরিয়াল ফাউন্ডেশন মানবতার কল্যাণে জনকল্যাণমূলক কাজে নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে ৷
দোয়া মাহফিল সঞ্চালনা এবং দোয়া পরিচালনা করেছেন দোলা মেমোরিয়াল ফাউন্ডেশন এর সম্মানিত সেক্রেটারি হাফেজ মাওলানা দীদার মাহদী ৷ তিনি দোয়া পূর্ববর্তী বক্তৃতায় বলেন, যে ব্যক্তি জন্ম নিয়েছে তাকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে ৷ আজকে দোয়ার আয়োজন এজন্যই করা হয়েছে বিএম একবার হোসেন দোলা মেমোরিয়াল ফাউন্ডেশন এর একজন সদস্য ছিলেন ৷ তিনি এই সংগঠনের সদস্য ছিলেন বলেই তাঁর রূহের মাগফিরাতের জন্য আমরা আনুষ্ঠানিকভাবে দোয়ার আয়োজন করেছি ৷ বিএম ইকবাল ভাই যে সাত কারণে কাজগুলো করেছেন আজ সেগুলোই কাজে লাগবে ৷ আমরাও তার মৃত্যু থেকে শিক্ষা নিয়ে জনকল্যাণমূলক কাজে, সমাজ উন্নয়নমূলক কাজে নিজেদের ব্যাপৃত রাখবো ৷ নিজেদের অর্থ শ্রম পরামর্শ ইত্যাদি এ সংগঠনের পেছনে দেবো ৷ দোলা মেমোরিয়াল ফাউন্ডেশন মসজিদ সংস্কার, অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান, অভাবী পিতার কন্যা বিয়ে দানের সময় আর্থিক সহায়তা প্রদান, অসহায় দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান, করনাকালে বিপদের মাঝে সহায়তা প্রদান, রমজানে ইফতার সামগ্রী বিতরণসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে ৷ পরিশেষে বিএম ইকবাল হোসেনের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় সর্বোপরি দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয় ৷
দোয়া অনুষ্ঠানে স্থানীয় দোলা মেমোরিয়াল ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ এবং মুসল্লীরা উপস্থিত ছিলেন