দিরিলিস আর্তুগ্রুলের টুপি মাথায় আমির খান ভাইরাল | শীর্ষবার্তা

বিনোদন ডেস্কঃ
দিরিলিস আর্তুগ্রুল বা আর্তুগ্রুলের পুনরুত্থান সিরিজটি বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে ৷ এর দর্শক সংখ্যা ব্যাপক ৷ বাংলাদেশে এই সিরিজির প্রথম ও দ্বিতীয় সিজন বাংলা ডাবিং প্রচারিত হয়েছিলো ৷ বাকিটা উৎসাহি দর্শকরা বাংলা সাব টাইটেল দিয়ে স্যোশ্যাল মিডিয়ায় প্রচার চালাচ্ছেন ৷ এতে দর্শক দিনদিন বাড়ছে ৷ ফেসবুকে এ নিয়ে জনপ্রিয় কয়েকটা গ্রুপও রয়েছে ৷ অনেক দর্শক কায়ি বসতির লোগো সম্বলিত গেঞ্জি গায়ে জড়িয়ে ছবি পোস্ট করছেন ৷ এর মধ্যে ভাইরাল হলো আরেকটি ছবি ৷

বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী তুর্কি টিভি সিরিজ “দিরিলিস এরতুগ্রুল” এর ঐতিহ্যবাহী টুপি পরিহিত বলিউড তারকা আমির খানের ছবি ইন্টারনেটে ভাইরাল হয়।

আমির তার সর্বশেষ চলচ্চিত্র ‘লাল সিং চাড্ডা’র শ্যুটিং করতে তুরস্ক যাওয়ার পর তার সমর্থকরা তাকে এই বিশেষ টুপি উপহার দেয়।

আমির খান তার ছবির অভিনয়ের জন্য বর্তমানে তুরস্কের নিদে প্রদেশে অবস্থান করছেন।

তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, অভিনেতা আমির খান হলিউডের চলচিত্র ফরেস্ট গাম্পের রিমেক মুভি লাল সিং চাড্ডায় অভিনয় করতে তুরস্কে এসেছেন। মুভিটির বাকী অংশ তুরস্কে শেষ করা হবে বলে জানা গেছে ৷
এমডিএম

Leave a Comment